এম.এ.রহিম,বান্দরবান :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয় অনুষ্ঠিত হলো বান্দরবান শহর আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন।
পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী আজ শনিবার বিকেল ৩ টায় ঐতিহ্যবাহী বান্দরবান রাজার মাঠে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়। বান্দরবান শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামশুল ইসলামের মঞ্চায়নে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ক্য শৈ হ্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর এম পি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে নেতা কর্মীরা মিছিলে মিছিলে যোগ দেন সম্মেলনে। সভাপতির বক্তব্যে জনাব কৈ শৈ হ্লা বলেন, দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় দেশে কুশীলবরা ষড়যন্ত্র শুরু করেছে এবং তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। তিনি বলেন,তৃতীয় শক্তিকে কখনো ক্ষমতায় আসতে দেওয়া যাবেনা।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন,সরকার জনগনের ভাগ্যোন্নয়নে কাজ করছে এবং সরকারের এই উন্নয়নের খবর জনগনের দোরগোড়ায় পৌছিয়ে দিতে হবে।
শহর অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব সামশুল ইসলাম বলেন, গত ২৭শে অক্টোবর ২০১৬ ইংরেজিতে শহর শাখা প্রতিষ্টার পর থেকে সফল ভাবে দায়িত্ব পালন করেছে তাদের কমিটি যার ফল ফল স্রুতিতে করতে সক্ষম হয়েছে অাজকের সম্মেলন।
এর পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০