আজ শুক্রবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রীর কথা সত্য নয়, সরকার চাইলে খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে উল্লেখ করে ফখরুল বলেন, আইনে নেই এটি ডাহা মিথ্যা কথা। যে আইনের কথা তারা বলেছেন (৪০১) সেখানেই বলা আছে, সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন। সরকার চাইলে তাকে বিদেশেও পাঠাতে পারেন। শুধু তাই নয় সরকার চাইলে পুরোপুরি মওকুফ করে দিতে পারেন। কিন্তু তাদের লক্ষ্য একটাই, খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। এমন কি তাকে জীবন থেকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। সে কারণে তারা তাকে এ সুযোগ করে দিতে চাচ্ছে না।
তিনি বলেন, খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। দীর্ঘ নয় বছর জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিল। তিনি এখনো কারাগারে রয়েছেন গণতন্ত্রের জন্য।
ফখরল বলেন, আমরা আগামীকাল (শনিবার) গণঅনশনের আহ্বান জানিয়েছি। জায়গা না পাওয়ায় নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসের সামনেই ৯টা থেকে ৪টা পর্যন্ত এ গণঅনশন চলবে। সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এর সভাপতিত্বে মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ বক্তৃতা করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০