মজহারুল ইসলাম বাদল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রুহিয়া থানা বিএনপি'র আহবায়ক কমিটি। আগামীকাল ১৫ জানুয়ারি (বুধবার) বিকালে রুহিয়া চৌরাস্তা আবু নুর মিল মাঠে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে । উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখবেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনকে ঘিরে বিএনপি'র নেতাকর্মী ও সমর্থবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আলাদা আলাদা মাইকিং করেছে রুহিয়া থানার ৫টি ইউনিয়ন । দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকলেও মহাসচিব যে সিদ্ধান্ত দেবেন তা সবাই মেনে নেবেন বলে জানান রুহিয়া থানা বিএনপি'র আহবায়ক মো: আনছারুল হক।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০