সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম), প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ত্রান সামগ্রী বিতরণ করলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সুত্রে জানা যায়, প্রাধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লোহাগাড়া উপজেলা বিভিন্ন ইউনিয়নে বন্যা দুর্গত মানুষের সেবায় শুক্রবার উপজেলার কলাউজান ইউনিয়ন (৯নং ওয়ার্ড) আদারচর এলাকায় এসব ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রম শুরু করেন মহিলা নেত্রী শামীমা হারুন লুবনা।
উপজেলায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আবুল কালামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সাওদাগর। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শাহীন আক্তার সানা, শ্রম বিষয়ক সম্পাদক জীবন আরা বেগম, কার্যনির্বাহী সদস্য কহিনুর আক্তার মুন্নী, মহিলা নেত্রী নুসরাত এ্যনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ,যুবলীগ নেতা শহিদুল্লাহ শহিদ, ছাত্রলীগ নেতা আনোয়ার জিহান,উমামসহ ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লোহাগাড়ার পুত্র বধূ শামীমা হারুন লুবনা জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রথম ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০