স্টাফ রিপোর্টার, সৌরভ মাদারীপুর:
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে রাজনৈতিক সংস্কারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
শনিবার (১২ অক্টোবর ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি জমা দেন।
জেলা জামায়াতের নেতারা জানান, স্মারকলিপিতে ৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
জুলাই জাতীয় সনদের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠন,
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন,
রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি,
গণতান্ত্রিক কর্মকাণ্ডে বাধা না দেওয়া,
এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতা উপস্থিত ছিলেন।