রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২২ জুলাই) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্হিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বয়াক এড.সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপন ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ জেলা-উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।