এজি লাভলু, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে ভুরুঙ্গামারী উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার এর সঞ্চালনায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কর্মীসভায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ রাজু আহমেদ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ্ব শাহজাহান সিরাজ, বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার মাটি ও মানুষের নেতা, উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন।
আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ রাকিনুল হক চৌধুরী ছোটন। প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ প্রমুখ।
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ বলেন, মানবিক কাজের পাশাপাশি সংগঠনকে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে গতিশীল রাখা আমাদের অন্যতম একটি দায়িত্ব। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে জাতীয় নির্বাচনের সময়ও ঘনিয়ে এসেছে। আমাদের এখন প্রস্তুতি নিতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। বিশেষ করে আমাদের ছাত্রলীগ কর্মীদের দায়িত্ব অনেক বেশী। কারন তরুন ভোটারদের মন জয় আমাদেরকেই করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড যেমন তুলে ধরতে হবে তেমনি দেশী-বিদেশী ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
কুড়িগ্রাম জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদ্দাম হোসেন বলেন, আমরা কুড়িগ্রাম জেলার ৭২ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, কলেজ, পৌরসভা, সদর থানার প্রতিটি ইউনিটকে গতিশীল রাখতে চাই। অনেক দিনের নির্জীব ছাত্রলীগকে পুনঃজাগরণ করতে চাই । প্রতিটি ইউনিটের সাংগঠনিক রিপোর্ট দেখে আমরা সিদ্ধান্ত নেবো। যারা যোগ্য তারাই নেতৃত্বে আসবেন।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ রাকিনুল হক চৌধুরী ছোটন বলেন, নব-নির্বাচিত জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন হয়েছে।মহামারী করোনা ভাইরাসের কারনে সরকারের বিধি নিষেধে তারা রাজনৈতিক সভা সমাবেশ করতে পারেনি। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীরা যে যার সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাড়িয়েছি। আমরা দেখেছি তারা কুড়িগ্রাম সদর উপজেলার পাচঁগাছি–যাত্রাপুরে ভেঙ্গে যাওয়া সড়কে বাঁধ নির্মাণ, বৃক্ষ রোপন, অসহায়দের মধ্যে খাবার, শাক-সবজি বিতরণসহ নানা রকম মানবিক কার্যক্রম করেছিলো। এখন তারা মানবিক কাজের পাশাপাশি সংগঠনকে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে গতিশীল রাখবে বলে আমি বিশ্বাস করি।
উক্ত কর্মীসভায় অংশ নেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সকল ইউনিট সমূহ যথাক্রমে ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, ভূরুঙ্গামারী সদর শাখা ছাত্রলীগ,পাথরডুবী ইউনিয়ন ছাত্রলীগ, শিলখুড়ী ইউনিয়ন ছাত্রলীগ, তিলাই ইউনিয়ন ছাত্রলীগ, পাইকেরছড়া ইউনিয়ন ছাত্রলীগ, চর ভূরুঙ্গামারী ইউনিয়ন ছাত্রলীগ, জয়মনিরহাট ইউনিয়ন ছাত্রলীগ, আন্ধারীঝাড় ইউনিয়ন ছাত্রলীগ, বলদিয়া ইউনিয়ন ছাত্রলীগ, বঙ্গসোনাহাট ইউনিয়ন ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০