--- ব্রাসেলস হতে শহীদুল ইসলাম টিপু
গত ২৫শে অক্টোবর, বুধবার হতে দুইদিন ব্যাপী ইউরোপিয়েন ইউনিয়নের উদ্দ্যেগে বেলজিয়াম এর রাজধানী ব্রাসেলসে শুরু হল গ্লোবাল গেটওয়ে সামিট। সামিটে এবারের প্রতিপাদ্য হল 'টেকসই বিনিয়োগের মাধ্যমে যৌথভাবে শক্তিশালী হওয়া'। উক্ত সামিটে ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন ডার লেইনের আমন্ত্রণে যোগদান করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্মেলন স্থলে প্রধানমন্ত্রীর যোগদানের স্থানীয় সময় সকাল ৮.৩০ মি: হতে দুপুর ১.৩০মি: পর্যন্ত ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের ডাক দেন অল ইউরোপিয়েন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশে অবাধ সুষ্ঠ গনতন্ত্র ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে এই কর্মসূচিতে যোগদান করেন ডেনমার্ক বিএনপি সহ বেলজিয়াম, ইতালী, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, স্পেন, ইংল্যান্ড হতে বিএনপি, যুবদল, স্বেচ্ছা সেবক দলের শত শত নেতা কর্মীরা।
ভোরে বৃষ্টির বাধাঁ উপেক্ষা করে দেশে গনতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নানা রকম প্ল্যাকার্ড, ফেষ্টুন, ব্যানার নিয়ে স্লোগান মুখর হয়ে উঠে ব্রাসেলসে ইউরোপিয়েন পার্লামেন্ট প্রাংগন। স্লোগান মুখর এ প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, বেগম জিয়ার উপদেষ্টা এম এ মালেক, ইংল্যান্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক সোহেল আহমেদ, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, সিকদার মিজানুর রহমান, ওমর ফারুক, শাহজাহান, যুবদল সেক্রেটারী আমিনুল ইসলাম সোহাগ, ইয়াসিন আরাফাত সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও কর্মীগন।
ইউরোপিয় পার্লামেন্টের চর্তুপাশে বিক্ষোভ মিছিলের পর অনুষ্ঠেয় প্রতিবাদ সভায় বক্তারা অচিরেই বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও সঠিক গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান।
যুবদল নেতা আমিনুল ইসলাম সোহাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সময় থাকতে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন নতুবা দেশ ও দেশের বাইরে থাকা গনতন্ত্রকামী হাজার হাজার নেতা কর্মী প্রস্তুত আছে তাদের ভোটের অধিকার আদায়ে মরনপণ সংগ্রামের জন্য।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০