আবু তৌহিদ,আটোয়ারী উপজেলা প্রতিনিধিঃ র্ ে
বাংলাদেশ আওয়ামী লীগ বলরামপুর ইউনিয়ের সভাপতি মোকলেছুর রহমান ও সাধারন সম্পাদক হিসেবে সুনিল মাস্টার সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন। উভয়েই বলরামপুরে এডঃ আনিসুর রহমান গ্রুপের লোক বলে আলোচিত ।
০৮ নভেম্বর শুক্রবার মাগরীবের নামাজের পরে বলরামপুর লীলার মেলা দাখিল মাদ্রাসা হল রুমে দীলিপ মাস্টারের সঞ্চালনায় অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন এড:মিঠু। এড:ফরিদ,আব্দুল মোমিন বাবু, কামরুল হাসান কাবলু সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক বৃন্দ।
মুক্ত আলোচনায় সর্বসম্মতিক্রমে মকলেছুর রহমানকে সভাপতি ও সুনিল মাস্টার কে সাধারন সম্পাদক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০