ঢাবি সংবাদদাতা
বরিশালে ভিপি নুরের গণঅধিকার পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ নভেম্বর) নগরীর আমতলা মোড়ের লায়লা কনভেনশন সেন্টারে কর্মীসভা করার কথা থাকলেও জায়গার সংকুলান না হওয়ায় কনভেনশন সেন্টারের সামনে রাস্তায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম আহবায়ক রাশেদ খান, মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরিশালের সন্তান আরিফুল ইসলাম আদীব, যুব পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ, শ্রমিক পরিষদের সভাপতি আব্দুর রহমান ও বিভাগের অন্যান্য জেলায় আহবায়কগণসহ সমাবেশে প্রায় ৩ হাজারেরও অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় নুরুল হক নূর (ভিপি নূর) বলেন, 'বিরোধীদলের নেতাকর্মীদের মামলা-হামলা করে হয়রানি করবেন না। যদি এমন চেষ্টা করেন তাহলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণকে বলবো, অন্যায়ভাবে যদি পুলিশ একজনকেও গ্রেপ্তার করে এলাকাবাসী সকলকে নিয়ে থানা ঘেরাও করবেন। প্রধানমন্ত্রী বিগত ১৩ বছর ধরে বলেছেন দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। অথচ কয়েকদিন আগে মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন দেশে দুর্ভিক্ষ আসতেছে।'
তিনি আরো বলেন, 'আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এর আগে উন্নয়নের মহাসড়কের কথা বলেছেন, এখন কেন দুর্ভিক্ষের কথা বলছেন? মাত্র ৪৭ হাজার কোটি টাকা ঋণের জন্য আইএমএফের পা ধরাধরি শুরু করেছেন। ওদিকে ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা দশ হাজার কোটি টাকা পাচার করেছেন। এই সরকারের আর্শিবাদপুষ্ট একজন পিকে হালদার দশ হাজার কোটি টাকা পাচার করেছেন। এভাবে গত ১৩ বছরে এই সরকারের নেতাকর্মীরা ১৪ লাখ কোটি টাকা পাচার করেছেন।'
এছাড়া ভিপি নূর সমাবেশে অন্তঃবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগকে শান্তিপূর্ণভাবে বিদায় নেওয়ার আহ্বান জানান। অন্যথায় জনগণের রোষানলে শ্রীলঙ্কার শাসকের মতো আওয়ামী লীগ সরকারের পরিণতি হবে বলে মন্তব্য করেন তিনি।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, "সরকারের দমন নিপীড়ন উপেক্ষা করে গণঅধিকার পরিষদ জনগণের আস্থার প্রতীক হয়েছে। যার প্রমাণ আজকের হাজার হাজার জনতার ঢল। ২ বছর আগে ভিপি নুর বরিশালে ৩ শত লোকের কর্মীসভা করেছিল আজকে তা কয়েক হাজারে রূপ নিয়েছে। ২০২৩ সালে গণঅধিকার পরিষদ প্রধান বিরোধী দল হবে।'
এছাড়া সমাবেশে বরিশাল জেলার আহবায়ক আবু সাইদ মুসা ও সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেলসহ আরো কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০