মোঃ পারভেজ হাসান:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার দিনটি উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে সভার আয়োজন করে উপজেলা বিএনপি।
এর আগে জুম্মার নামাজের পর উপজেলাসহ পৌর বিএনপির ৯টি ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার হাতে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হতে থাকে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদ।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউর ইসলাম জিয়া বলেন, বর্তমান সরকার, ভোট চোর সরকার। দেশের সকল কার্যক্রম এখন সরকারের নিয়ন্ত্রনের বাহিরে। বাজারে সরকারের নিয়ন্ত্রন নেই। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়সাধ্যের বাহিরে।’
তিনি আরো বলেন, আমরা আগামী দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে চাই। আগামী দ্বাদশ নির্বাচনে রাতের ভোটে নির্বাচিত সরকারের অধিনে বিএনপি অংশ নেবে না।’
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সহ অঙ্গসংগঠনের নানান নেতৃবৃন্দ। সভায় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরআগে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে জুম্মার নামাজের পর থেকে সভাস্থলে অবস্থান নেন থানা পুলিশের সদস্যরা। পুলিশ নেতাকর্মীদেরকে মিছিল এবং যানজট সৃষ্টি না করতে অনুরোধ করে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০