মো. জহুরুল ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী ডোমার উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে নীলফামারী জেলায় আওয়ালীগের বিশেষ বর্ধিত সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান ও লাঞ্ছিত করার পাশাপাশি ২০১৯ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিপত্র গেজেটে প্রকাশিত তালিকায় তোফায়েল আহমেদের বাবা শওকত আলী, দাদা চাটি মামুদ এবং নানা ছমির উদ্দিনের নাম রাজাকারের তালিকায় প্রকাশিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও বাংলাদেশ আওয়ালীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ালীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং রংপুর বিভাগের দ্বায়িত্বে নিয়োজিত সাখাওয়াত হোসেন শফিক রাত আনুমানিক ১২ঃ১৫ মিনিটে রাজাকার পুত্র তোফায়েল আহমেদকে ডোমার উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি প্রদানের ঘোষণা দেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০ টায় নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে নীলফামারী জেলা আওয়ালীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ালীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ালীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দ্বায়িত্বে নিয়োজিত সাখাওয়াত হোসেন শফিক।
বিশেষ অতিথি হোসেন আরা লুৎফা ডালিয়া সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ালীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, নীলফামারী জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মমতাজুল হক প্রমুখ।
এসময় নীলফামারী জেলার আওতাধীন ৬টি উপজেলার আওয়ালীগের সভাপতি সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দেরা বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
এবিষয়ে বাংলাদেশ আ"লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান এবং লাঞ্ছিত করার সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ায় বিষয়টি দেশদরদী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি গোচর হয়েছে,তাই বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ডোমার উপজেলা শাখার আ"লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০