মো জহুরুল ইসলাম।
জেলা প্রতিনিধি।
বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় পূনর্বাসন কার্যক্রমের আওতায় গৃহনির্মাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর সংস্কার বা মেরামতে সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব ডা. শফিকুর রহমান। বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় পূনর্বাসন কার্যক্রমের আওতায় জামায়াতের চলমান কর্মসূচীর অংশ হিসেবে এই গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টায় ডিমলা উপজেলার চাপানীহাট আশ্রয়ণ প্রকল্প এলাকার ছাতুনামা ভেন্ডাবাড়ী গ্রামের তিস্তা নদীর পাড়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি সংস্কার বাবদ ঢেউটিনসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টীম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও আনোয়ারুল ইসলাম, জেলা মজলিসে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান উপস্থিত সকলের কুশল জানতে জিজ্ঞাসা করেন কেমন আছেন আপনারা। সকলে সমস্বরে আলহামদুলিল্লাহ বলেন। এসময় তিনি বলেন কিন্ত নিজেকে আমীরে জামায়াত হিসেবে নয় বরং ভাই হিসেবে এসেছি। কিন্তু যথাসময়ে আসতে পারিনি। কারণ আমার শরীর একটা আর পা দুইটি। একদিকে গেলে অন্যদিকে যায়না। তাই একই সময়ে সবস্থানে যাওয়া সম্ভব হয়নি।
তবে আপনাদের খোজ খবর আমি সবসময় স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে নিয়েছি। পানিতে তলিয়ে থাকাবস্থায় আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা আমাকে ক্ষমা করেছেন তো? সকলে সমস্বরে জি জানায়। এর প্রেক্ষিতে আমীরে জামায়াত বলেন, আমি ভাই হিসেবে সামান্য উপহার নিয়ে এসেছি। আজ কয়েকজনকে দেয়া হচ্ছে। আগামীতে ক্ষতিগ্রস্ত সকলকে পর্যায়ক্রমে দেয়া হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম, মনিরুজ্জামান জুয়েল, ডিমলা উপজেলা আমীর মাওলানা মহিউর রহমান, জলঢাকা উপজেলা আমীর ছাদের হোসেন, সেক্রেটারি কামারুজ্জামান, ডিমলা উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।