নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী তারেক শামস খান হিমু ঈদ পরবর্তী জনসংযোগ ও স্থানীয় জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার (১২ জুলাই) ঈদুল আজহার তৃতীয় দিনে উপজেলার ৪ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসংযোগ করেছে বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা। উপজেলার রাথুরা, পাকুটিয়া, কেদারপুর, মামুদনগর ও নাগরপুর সদর বাজারে পায়ে হেটে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে নেতাকর্মী ও জনগণের পদাচরণে অনুষ্ঠানটি জনসংযোগে রূপান্তরিত হয়। এছাড়াও তিনি জনসংযোগ শেষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য তারেক শামস খান হিমু বলেন, আমি নাগরপুরের সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। সেই সাথে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেছি। নাগরপুরবাসীর পাশে আমি অতীতেও ছিলাম এখনো আছি, ভবিষ্যৎতে সবাইকে পাশে পাবো ইনশা’আল্লাহ।
উল্লেখ্য, তারেক শামস খান হিমু টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী তেবাড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অ্যাডভোকেট হুমায়ুন হোসেন খান ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী। ১৯৮৭ সালে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি মস্কো ছাত্রলীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।