এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আবুল মনসুর মো:শওকত ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েসের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে মাদব রায়কে আহ্বায়ক ও জামাল উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- হাজী নুর আলম
আব্দুল মছব্বির আলম,আব্দুল আজিজ,মনিরুল আলম,হাফিজুর রহমান,আব্দুর রউফ,আবু ছালেহ মোঃ নােমান,জাহাঙ্গীর আলম পারভেজ,আব্দুল মতিन।
কমিটির অন্য সদস্যরা হলেন- জাকির হােসেন,শুকুর আলী জুয়েল,নুরুল ইসলাম নাহিদ,কৃষ্ণ মােহন রায়,খোরশেদ আলম,আশরাফ উল আলম জুয়েল,সেলিম উদ্দিন রানা,হামদু মিয়া,আমির উদ্দিন,জাকির হোসেন,জামাল উদ্দিন,মােঃ শাহনুর মিয়া,সেলিম হােসেন শাহীন,মােঃ মকবুল মিয়া,মনির হােসেন,মােঃ এরশাদ আলী মেম্বার,নুর হােসেন (ফতেহপুর),আলমগীর হােসেন,আনোয়ার হোসেন
জাহাঙ্গীর আলম।