—শহীদুল ইসলাম টিপু, কোপেনহেগেন।
——
গতকাল ৯ই নভেম্বর ডেনমার্ক আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে জেল হত্যা দিবস পালন করা হয়।
কোপেনহেগেনের আমাব্রোগেইলে “রেষ্টুরেন্ট নানজ” এ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সহিদ,সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সামি দাশ।
১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাঃ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মুহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
জাতিকে রাজনৈতিক নেতৃত্বশুন্য করার এই হত্যাকান্ড মিশনে ঐদিন যোগদান করে কুখ্যাত রিসালদার মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ, দফাদার আবুল হাসেম মৃধা সহ আরও চার-পাঁচজন।
বাংগালী জাতীর এই ক্রান্তিলগ্ন-কালো দিবস স্নরনে আরও বিশদ আলোচনায় অংশ গ্রহন করে বক্তব্য প্রদান করেন, ইউরোপীয়ান আওয়ামীলীগের সমন্বয় কমিটির সদস্য সচিব মো: আলী লিংকন মোল্লা, সহসভাপতি আরিফ (খালেক), সাব্বির আহমেদ (সাবেক সা: সম্পাদক ), মো: জামান, টিপু গোমস্তা ( সাংগঠনিক সম্পাদক ) আরো অনেকে।