জৈন্তাপুর। (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দীর্ঘ ১০ বছর পর জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ মার্চ শনিবার বিকেল ৪টায় সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর ঐতিহাসিক রাজকুমারী ইরাদেবী মাঠে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে প্রতিটি ছাত্রলীগ কর্মী এগিয়ে যেতে হবে।
কর্মী সমাবেশে জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়।
এছাড়া হযরত শাহজালাল (রহঃ) ডিগ্রি কলেজ জৈন্তিয়া ডিগ্রি কলেজ শাখার আসন্ন নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ ও ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের পদপ্রত্যাশীদের সিভি আহবান করা হবে বলে জানানো হয়। সভার শুরুতে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহোযোগি সংগঠনের মরহুম নেতৃবৃন্দের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয়।
সমাবেশে জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশীদের নেতৃত্বে মিছিল সহ কারে সভা স্থলে আসেন।
কর্মী সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে, এমএ রাজ্জাক রাজা, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, আবদুল হক,জালাল মেম্বার, মকবুল আলী মঙ্গল ,মোহাম্মদ হানিফ, সোহেল রানা,যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন, শাহীনুর রহমান, এবাদুর রহমান, সাইফুল ইসলাম বাবু, মাসুদ আহমেদ, সুমন আহমেদ,শামিম আহমেদ, কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ, সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, আমিন আহমেদ, রুবেল শরীফ, আফতাব আলী ইমরান আহমেদ দুলাল জেলা ছাত্রলীগ নেতা হুসাইন আহমেদ, জাবেদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমেদ,সাধারণ সম্পাদক গোলাম মো: রাজিব, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমেদ সাধারণ সম্পাদক মারওয়ান আ
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০