মো আসমত হোসেন,বান্দরবান :
আগামী ৫ অক্টবর ২০২৩ চট্রগ্রামের রোর্ডমার্চ সফল করার লক্ষ্য বান্দরবান জেলা বিএনপির প্রস্তুতি সভা।
২৭/৯/২০২৩ ই তারিখ রোজ বুধবার সকাল ১১ টায়
অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান শামীম সাংগঠনিক সম্পদক জাতীয় নির্বাহী কমিঠি।
প্রধান অতিথি বক্তব্যে বলেন-- রোর্ডমার্চ আন্দোলন কোন শেষ আন্দোলন না, সামনে আরও বড় ধরনেন আন্দোলন আাসবে তা হয়ত হরতাল অবোরোধ মতো কর্মসুচিও আসবে। এই জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন এই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত ঘরে ফেরা যাবেনা। উক্ত সভায় সভাপতিত্ব করেন মিসেস ম্যম্যাচিং সাবেক সংসদ
সঞ্চালনা করেন- মো জাবেদ রেজা সাধারন সম্পাদক ও ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বাবু লুসাই মং, সাংগঠনিক সম্পাদক মো জসিম উদ্দিন তুসার বান্দরবান জেলা বিএনপি ।
এতে আর বক্তব্য রাখেন আবিদুর রহমান, শাহাদাত হোসেন, সেলিম রেজা, ও টিমং মারমা পৌর বিএপির সভাপতি মো নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক মো শফি উল্লাহ শফি।
সাত উপজেলা বিএপির নেতাগন যথাক্রম্র , সদর উপজেলা বিএনপি সভাপতি মো সরোয়ার জামান, সাধারন সম্পাদক বাবু চনুমং, লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব, সাধারন সম্পাদক রুহুল আমিন, আলীকদম উপজেলা বিএনপি সভাপতি জনাব মাশুক আহমদ, সাধরন সম্পাদক জুলফিকার আলী ভু্ট্রো, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভপতি মো ছুট্রো সাধারম সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, রুমা উপজেলা বিএনপির সভাপতি জিংসং বম, রোয়াং ছড়ি উপজেলা বিএপির সাধারন সম্পাদক মাশতোই মারমা। আরও উপস্তিত আছেন যুব দলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, জাসাস এর সভাপতি এডঃ আলমগীর হোসেন চৌধুরী, কৃষল দলের সভাপতি অংজ মারমা, মহিলা দলের সভাপতি নিলুতাজ, ছাএদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের জাহাগীর, রাজীব, নাইক্ষংছড়ি যুব দলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী, আলীকদম উপজেলা যুব দলের সভাপতি মারুফ, সদর পৌর যুব দলের সাধারন সম্পাদক মো ফিরোজ, যুগ্ন আাহাবায়ক মো বাদশা, লামা পৌর যুদলের সাধারন সম্পাদক মো শফিকুল ইসলাম আর ও শত শত নেতা কর্মী উপস্তিত ছিলেন ও শতাধিক মোটর সাইকেল বহর দিয়ে মেঘলা থেকে বান্দরবান নিয়ে আসেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০