নুরুল ইসলাম সুমন, চকরিয়া (কক্সবাজার) :
কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে (২৩ আগস্ট) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সম্মেলনে সাইফুল কবির চৌধুরীর নেতৃত্বে হাজারো নেতা-কর্মী মিছিল সহকারে যোগদান করেন। কলেজ মাঠ প্রাঙ্গণে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, “বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে চকরিয়া উপজেলা বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।”
এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপি হচ্ছে দেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার দল। তাই আগামী দিনে আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিনব্যাপী এই সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে কাউন্সিল অধিবেশনে উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।