গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন করতে উপজেলার সব ইউনিয়নের ওয়ার্ড থেকে জীবনবৃত্তান্ত জমা নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা। এতে করে ব্যাপক সাড়াও পাচ্ছে দলটি।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নিয়মে এক ব্যাক্তি একাধিক পদে থাকতে পারবেনা উল্লেখ থাকলেও সে নিয়মটা যেন অনেকটা নিস্ক্রিয় দেখা যাচ্ছে।
অভিযোগ পাওয়া যাচ্ছে, গোটা উপজেলায় দলটির সাংগঠনিক কার্যক্রম বেশ মজবুত থাকলেও সুযোগ বুঝে কিছু অসাধু ব্যাক্তি দলটির অংগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকেও আবার মূল দলের কমিটিতে অন্তর্ভুক্ত হতে দৌড়ঝাঁপ শুরু করেছে।
যানা যায়, বড়বিল ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করতে দলীয় নিয়মনীতি মানা হচ্ছে না। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড'র নেতাকর্মীদের সাথে কথা হলে তারা জানান, আমরা দীর্ঘদিন থেকে দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ করে, মাঠে সক্রিয় থেকেও কোন পদে আসতে পারছিনা। তারা আক্ষেপ করে বলেন একই ব্যাক্তি কিভাবে দুই পদে যায়।
৬ নং ওয়ার্ডের বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা হলে তারা বলেন, অন্য ওয়ার্ডের কথা বলতে পারবো না। আমাদের ওয়ার্ডে কৃষক লীগের বর্তমান কমিটির দুইজন গুরুত্বপূর্ণ পদে থেকেও সংগঠনের নিয়মনীতি তোয়াক্কা না করে মূল দলের কমিটিতে আসতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে।
খোজ নিয়ে জানা যায়, বাংলাদেশ কৃষক লীগের বড়বিল ইউনিয়ন কমিটির আওতাধীন ৬নং ওয়ার্ড শাখা কমিটির সাধারন সম্পাদক আলাল মিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সভাপতি পদে আসার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বড়বিল ইউনিয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বরকত আমিন বলেন, এক ব্যাক্তি একাধিক পদে থাকতে পারবেনা। আসারও সুযোগ নাই। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সহিত দেখা হবে।
জানা গেছে আব্দুল আজিজ বাগপুর মাছুম আলী প্রামাণিক উচ্চ বিদ্যালয়ে পিয়ন হিসেবে কর্মরত আছেন এছাড়া সভাপতি পদপ্রার্থী অত্র ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী মোস্তাফিজার রহমান, আর এক সভাপতি পদপ্রার্থী গরু ব্যাবসায়ী মজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুর এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ চন্দ্র।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০