নিজস্ব প্রতিবেদক :
মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ বলেন, আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের আবেগ নিয়ে খেলো না। এর ফলাফল খুবই ভয়াবহ হবে। ছাত্রদলের ওই অছাত্রদের বলতে চাই যতক্ষণ পর্যন্ত তোমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা ভিক্ষা না চাইবে ততদিন এ ঢাকা শহরে কোন ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না।
আজ রোববার ছাত্রদল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
জুবায়ের আহমেদ বলেন, ক্যাম্পাসে যখন সাধারণ শিক্ষার্থীরা বই খাতা কলম নিয়ে যাচ্ছিল, সারাদেশে যখন শেখ হাসিনার উন্নয়নে সমৃদ্ধ হচ্ছে ঠিক তখনই ছাত্র নামে অছাত্ররা ক্যাম্পাস গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা আবারও ক্যাম্পাস গুলোতে লাশের রাজনীতি কায়েম করতে চায়। তাদের এই পাঁয়তারা অশুভ চক্র কে মহানগর দক্ষিণ ছাত্রলীগ যেখানে পাবে সেখানেই গণধোলাই দিবে।
জুবায়ের আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনায়া জননেত্রী শেখ হাসিনা আামদের আবেগ ও অনুভূতির জায়গা। তিনি সারা বাংলাদেশে উন্নয়ন করে যাচ্ছেন। সাধারণ ভাগ্যোন্নয়নে পরিশ্রম করে মুজিবের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন। আজ দেখছি অত্র কুলাঙ্গারেরা আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলার চেষ্টা করছেন।
জুবায়ের আহমেদ এ সময় বলেন তোমরা আমাকে নিয়ে প্রশ্ন করো তোমাদের পরিচয় দাও তোমরা কারা তোমাদের ছাত্রত্ব কি আছে? আমি ছাত্রলীগ করি, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এটা আমার সাংগঠনিক দায়িত্ব। তোমরা কারা? চাচ্চুরা, তাদের নেতা, খুনি তারেক রহমান তেমাদের যে নির্দেশনা দেয় তোমরা শুধু সেটাই বাস্তবায়ন করার জন্য কাজ করো। সেই নেতাকে বলো যদি রাজনীতি করতে হয় দেশে এসে রাজনীতি করতে।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা, বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০