রবিউল হাসান,চট্টগ্রামঃ
গতকাল ১০ই মার্চ গণ অধিকার পরিষদ,চট্টগ্রাম জেলার আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে গণঅধিকার পরিষদ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আহবায়ক অর্থনীতিবীদ ডঃ রেজা কিবরিয়া।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,"গ্রামবাংলার উন্নয়ন করবো,রেমিট্যান্স ফাইটারদের ভিআইপি দিবো। আমরা ক্ষমতায় গেলে দেশের অর্থনীতিতে বিপ্লব সাধন করবো।পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।এবং সেই পরিবর্তনের জন্য আপনারা এখন থেকেই প্রস্তুতি নিন। তিনি আরো বলেন, আমাদের দল ক্ষমতায় গেলে দশ থেকে পনেরো বছরে দক্ষিণ কোরিয়ার অবস্থানে নিয়ে যাব।আগামীতে দেশের এক নম্বর রাজনৈতিক শক্তিতে পরিণত করার জন্য তিনি নেতা কর্মীদের দিকনির্দেশনা দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, গণ অধিকার পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন,গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুন নাহার ডলি, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাভাপতি এন এম নাছির উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি নাছরিন আক্তার,শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ সম্পাদক শফিকুল ইসলাম সহ চট্টগ্রাম জেলা গণ অধিকার পরিষদ,ছাত্র, যুব,শ্রমিক ও পেশাজীবি অধিকার পরিষদের নেতাকর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০