কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:
পল্লীবন্ধু এরশাদ স্মৃতি পরিষদ কাপাসিয়ার উদ্যোগে ২৮ সেপ্টেম্বর শনিবার বিকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে সাবেক রাষ্ট্রপতি, আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রবীন সাংবাদিক শেখ তমিজ উদ্দিন আহম্মদ খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কাপাসিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মস্তফা কামাল, সাবেক আহবায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক পার্টির গাজীপুর জেলা সভাপতি কাজী নাসির উদ্দিন, জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা বিল্লাল হোসেন বাচ্চু প্রমুখ।
আলোচনা শেষে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাপাসিয়া থানা মসজিদের ইমাম মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
সভায় নেতৃবৃন্দ বলেন, পল্লীবন্ধু এরশাদ ছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি ও সেনা প্রধান। তিনি ছিলেন সার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রাদেশিক সরকার পদ্ধতির স্বপ্নদ্রষ্টা। তিনি সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেন।