শামসুল হুদা লিটন,কাপাসিয়া (গাজীপুর) থেকে:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৪ কাপাসিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দীন আইউবী'র ছবি সম্বলিত ঈদ শুভেচ্ছার সাঁটানো রঙ্গিন পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফরহাদ মোল্লা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, সাবেক মেধাবী ছাত্র নেতা, কাপাসিয়ায় বেলাশী গ্রামের কৃতি সন্তান অধ্যক্ষ মাওলানা সালাউদ্দীন আইউবীর উপলজেলাবাসীকে দেয়া ঈদ শুভেচ্ছার পোস্টার শনিবার রাতে কে বা কারা তুলে ফেলেছে। তিনি বলেন,বিশেষ করে কাপাসিয়া উপজেলা সদর, তরগাও খেয়াঘাট ও হাসপাতাল মোড়ে লাগানো ঈদ শুভেচ্ছার সকল পোস্টার দুষ্কৃতিকারীরা রাতারাতি গায়েব করে ফেলে।
গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ডক্টর জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মাওলানা শেফাউল হক ঈদ শুভেচ্ছার পোস্টার ছিড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে সকলেরই রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে। অন্যের পোস্টার ছিঁড়ে ফেলা অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী মানুষিকতার বহিঃপ্রকাশ। নেতৃবৃন্দ আরো বলেন, সালাউদ্দীন আইউবী একজন উচ্চশিক্ষিত, মেধাবী, যোগ্য ও সম্ভাবনাময়ী তরুণ রাজনীতিবিদ। রাতের আধারে পোস্টার ছিঁড়ে জনগনের হৃদয় থেকে কাউকে মুছে ফেলা অসম্ভব।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০