রফিকুল ইসলাম জসিম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মো. আব্দুর রব।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিলেট বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেট বিভাগের ১৯টি আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের প্রার্থী হিসাবে এড. মো. আব্দুর রব -এর নাম ঘোষণা করা হয়।
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের প্রার্থী এড. মো. আব্দুর রব ১৯৭৭ সালের ৫ মে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম আব্দুল খালেক (মাষ্টার)। ছাত্র জীবনে তিনি একজন মেধাবী ছাত্রনেতা হিসাবে বেশ আলোচিত ছিলেন। সাংগঠনিক জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সিলেট মহানগরীর সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করেছেন। বর্তমানে এড. মো. আব্দুর রব বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারী হিসাবে দায়ীত্ব পালন করছেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও সিলেট জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সিলেট জেলা সেক্রেটারী হিসাবে দায়ীত্ব পালন করছেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা সেক্রেটারী অধ্যক্ষ মো. ইয়ামীর আলী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সাবেক ছাত্রনেতা, সিলেট জেলা বারের আইনজীবী ও কমলগঞ্জের কৃতি সন্তান এড. আব্দুর রবকে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে নির্বাচন করবেন ইনশাআল্লাহ। আমরা কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা চাই।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: ইজ্জত উল্ল্যাহ বলেন, আমাদের ৩০০ সংসদীয় আসনের জন্যই প্রস্তুতি রয়েছে। বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে যাদেরকে বাছাই করা হচ্ছে, তাদের জনপ্রিয়তা যাচাইয়ের প্রাথমিক প্রস্তুতির অংশ এটি। আমরা প্রার্থীদের বলে দিয়েছি, যদি তারা জনপ্রিয়তা অর্জন করতে পারে তাহলে তাদের চূড়ান্ত করা হতে পারে। কেন্দ্র তাদের একটা সুযোগ দিয়েছে তারা জনপ্রিয় হলে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করবে।
এদিকে দলটির আমির ডা. শফিকুর রহমান দেশব্যাপী দলীয় ইউনিটগুলোকে সক্রিয় করতে এবং সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার জন্য দেশের বিভিন্ন জেলা সফর করছেন। এই সফরগুলোতে তিনি কর্মীসভা ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। ৫ আগস্টের পর দলীয়ভাবে ব্যাপক জনসমাগম নিয়ে জামায়াতই একমাত্র দল বিভিন্ন সভা-সমাবেশ করছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০