ডি এইচ মনসুর, আনোয়ারা চট্টগ্রাম
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমার নাম ভাঙিয়ে কেউ খারাপ কাজ করলে, চাঁদাবাজি করলে তাকে বেঁধে রাখবেন। আর কেউ ভালো কাজ করলে তাকে সার্বিক সহায়তা করবেন।
গতকাল উপজেলার জুইদন্ডী ইউনিয়নে জিন্নাত আলী মাতব্বর জামে মসজিদে জুমার নামাজে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, যেকোনো সময় মৃত্যু চলে আসতে পারে। তাই সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।
ঝড়গড়া বিবাদ ভাল নয়।
সবাই মিলেমিশে থাকবেন। আনোয়ারার উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। আনোয়ারায় বহু উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন-আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতেয়াক ইমন,উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন, আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জসীম উদ্দীন আমজাদী, সহ দপ্তর সম্পাদক আনন্দ মোহন দত্ত, সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী রাশেল,জুইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দু জলিল আজাদ, সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সওকত ওসমান,
যুবলীগ নেতা হিরা চৌধুরী ছাত্র লীগ নেতা মোহাম্মদ সালা উদদীন প্রমুখ।
D H
D H Monsur
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০