শাকিল আহমেদ, রংপুর :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকার দিকে রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালযয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান শেষে প্রভাতফেরী সহকারে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা আ’লীগের যুগ্ন-আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আ’লীগের যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন, আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোতাহার হোসেন মন্ডল মওলা, জাসেম বিন হোসেন জুম্মন, জনাব জাহাঙ্গীর আলম বকসী, এটিএম ফারুকুল ইসলাম, রাফিউর রহমান রাফি, রংপুর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জনাব শহিদুল ইসলাম দুঃখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম রবিন, যুবলীগ নেতা শেখ মাহবুব নাছের টুটুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, জেলা যুব মহিলা লীগের আহবায়ক সুরাইয়া আক্তার ও রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একেএম তানীম আহসান চপল প্রমুখ।
সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০