কক্সবাজার প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর সম্মেলন আয়োজন করতে যাচ্ছে কক্সবাজার জেলা আওয়ামীলীগ। তবে তার পুর্বে উপজেলাগুলোর সম্মেলন শেষ করবে বলে জানা যায়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান তার ব্যক্তিগত ফেসবুকে বৃহস্পতিবার এই ঘোষণা দেন।
মেয়র মুজিবুর রহমান জানান, অসমাপ্ত উপজেলা আওয়ামী লীগের সম্মেলন জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে করে ফেলবে। সেই হিসেবে তাদের কর্ম ব্যস্ততাও চলছে বেশ।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১০ সেপ্টেম্বর, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১১ সেপ্টেম্বর, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১২ সেপ্টেম্বর, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২০ সেপ্টেম্বর, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২১সেপ্টেম্বর, সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২২ সেপ্টেম্বর ও রামু উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে ২৯ সেপ্টেম্বর।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পর আগামী ১২ অক্টোবর কক্সবাজার জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে পেকুয়া উপজেলা, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা, কক্সবাজার পৌরসভা, টেকনাফ পৌরসভা ও মহেশখালী পৌর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০