মৌলভীবাজারে এডভান্সড ক্যারিয়ার, এডুকেশন ডোরওয়ে ও ইংলিশ মেন্টরস্ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ইউকে এডুকেশন ফেয়ার-২০২৩”।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা শহরের রেস্ট ইন চায়নিস রেস্টুরেন্টে দিনব্যাপী ঝাঁকজমকপূর্ণ এই ফেয়ারে আগত শিক্ষার্থীরা জানতে পারেন ইউকেসহ অন্যান্য দেশ তথা অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক ও আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ, পরিধি ও স্কলারশিপসহ পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় তথ্য। এই ফেয়ারে উপস্থিত শিক্ষার্থীগণ সরাসরি ইউকেসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেনটেটিভদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন।
এছাড়াও ফেয়ারে উপস্থিত শিক্ষার্থীদের জন্য ছিলো আকর্ষণীয় গিফট এবং অফার।
এডভান্সড ক্যারিয়ারের জেনারেল ম্যানেজার মুহাম্মদ শফিক মিঞা’র ব্যবস্থাপনায় কেয়ারে উপস্থিত ছিলেন ডিরেক্টর এবং সিইও, এডুকেশন ডোর ওয়ে তারেক আজিজ, প্রিন্সিপাল কনসালটেন্ট এমদাদুল করিম চৌধুরী, এডভান্সড ক্যারিয়ারের চীফ এডুকেশন কনসালটেন্ট সিরাজুল ইসলাম চৌধুরী (হিমেল), এডভান্সড ক্যারিয়ারের এডুকেশন কনসালটেন্ট ও পাবলিক রিলেশনশীপ অফিসার মুহাম্মদ শায়কুল ইসলাম, এডভান্সড ক্যারিয়ারের ট্রেইনী এডুকেশন কনসালটেন্ট নুসরাত জাহান মৌষী, এডভান্সড ক্যারিয়ারের ট্রেইনী কনসালটেন্ট মুহাম্মদ জাবেদ আহমদ, এডভান্সড ক্যারিয়ার ট্রেইনী কনসালটেন্ট তনুশ্রী ভৌমিক, ডিরেক্টর ইংলিশ মেন্টর নাহিদ রাহমান এডুকেশন কনসালটেন্ট ইংলিশ মেন্টর হাবিবুর রহমান, এডুকেশন কনসালটেন্ট, ইংলিশ মেন্টর খায়রুল আমিন।
ইউকে তথা ইউরোপ-আমেরিকায় উচ্চশিক্ষার যে দিগন্ত উন্মোচিত হয়েছে তার সুফল যাতে বাংলাদেশি শিক্ষার্থীরা লাভ করতে পারে তার জন্যই তাদের আজকের এআয়োজন ছিলো।