বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির
সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কৃষ্ণ রাজভর কিরণ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কৃষ্ণ রাজভর কিরণের গ্রামের বাড়ি কমলগঞ্জের শমসেরনগর চা বাগানে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ১৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। গত ১৭ জুলাই এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে নতুন তিন সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুদীপ্ত সরকার সূর্য্য, রিন্টু বড়ুয়া ও জেউন্স রিচার্স ঘাগ্রা। আগের কমিটির আহ্বায়ক শিপন বাড়াইক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। কমিটিতে সহ-সভাপতি পদে ১৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৮ জন নির্বাচিত হয়েছেন। পূর্ণাঙ্গ এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ৮ জন। এর আগে, গত ২৫ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে সভাপতি, সেক্রেটারিসহ আংশিক কমিটি ঘোষণা করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কৃষ্ণ রাজভর আমাদেরকে বলেন অধিকার আদায়ে সংগঠনের আন্দোলন বড় ভূমিকা রাখে। তিনি ছাত্রদের ভূমিকার প্রশংসা করে বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে সংগঠনের মাধ্যমে অধিকার আদায় করা সম্ভব।
বাংলাদেশের সংবিধান ছিল অসাম্প্রদায়িক সংবিধান। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর এই সংবিধানকে ক্ষতবিক্ষত করে সাম্প্রদায়িক করা হয়েছে। এখন যদি সর্বজনীন শিক্ষা নিশ্চিত করা যায় তাহলে দেশ থেকে সাম্প্রদায়িকতার অবসান ঘটবে। এটা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। তিনি ধর্মীয় বৈষম্য, লিঙ্গ বৈষম্য কমানোর কাজ করছেন। কিন্তু তাকে আমাদের সহযোগিতা করতে হবে। এর জন্য আমাদের ঐক্যর দরকার। তিনি বলেন, আমাদের সবার চোখ আছে, হাত আছে, মুখ আছে। আপাতদৃষ্টিতে আমরা সবাই মানুষ। কিন্তু এর মধ্যেও কিছু অমানুষ আছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।