আগামী ২৯শে সেপ্টেম্বর (শুক্রবার) ২০২৩ বাংলাদেশে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলা ঘোড়ামারা দক্ষিণ মান্ডপে পন্ডিত শ্রীযুক্ত চন্দ্র কান্ত সিংহ মহাযোগী অংকুট বাবার ৭৪তম জম্মতিথিতে গীতাপাঠ,রাধামাধব কীর্তন,ভোগ আরতির প্রয়াস অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে৷
মণিপুরী সমাজের স্বোচ্ছাসেবী সামাজিক সংগঠন
কেএনকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইতালি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক কৃষ্ণ কান্ত সিংহের আয়োজনে সকলের পরম পুজনীয় গুরুদেব ভারতের ত্রিপুরা সরকার কর্তৃক সমাজ এবং সংস্কৃতির 'বিদ্যাসাগর' পুরস্কার প্রাপ্ত সংস্কৃত পন্ডিত শ্রীযুক্ত চন্দ্র কান্ত সিংহ মহাযোগী অংকুট বাবার ৭৪তম জম্মতিথিতে গীতাপাঠ,রাধামাধব কীর্তন,ভোগ আরতির প্রয়াসের আয়োজন করা হয়।
উক্ত বৈষ্ণবসেবায় সুদুর ভারতের আসাম রাজ্য থেকে সম্মানিত ক্যাপ্টন সত্যব্রত সিংহ, ত্রিপুরা রাজ্যের শ্রীযুক্ত কৃর্তীমণি সিংহ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বৈষ্ণবের আগমন ঘটবে। উক্ত মহতি বৈষ্ণবসেবা গুরুসেবা অনুষ্ঠানে সুস্হ সুন্দর করার জন্য সবার মঙ্গল কামনা প্রার্থনা করছেন কেএনকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইতালি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক কৃষ্ণ কান্ত সিংহ। তিনি পন্ডিত শ্রীযুক্ত চন্দ্র কান্ত সিংহ মহাযোগী অংকুট বাবার ৭৪তম জম্মতিথিতে গীতাপাঠ,রাধামাধব কীর্তন,ভোগ আরতির প্রয়াস অনুষ্ঠানে মহাযোগী অংকুট বাবার ভারত বাংলাদেশের সকল শিষ্য পরিজনদের নিমন্ত্রণ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০