ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

কমলগঞ্জে ‘বামডো’ এর উদ্যোগে সূধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২২ অক্টোবর ২০২২, ৯:৩০ অপরাহ্ণ

Link Copied!

আজ ২২ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) এর উদ্যোগে আদমপুরে তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী মণিপুরি মুসলিম সম্প্রদায়ের এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বামডো’র সভাপতি মোহাম্মদ নূর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের মাননীয় সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন৷ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মোঃ কাইয়ুম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব হাজী মোঃ আব্দুস সামাদ, বাহরাইন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ আইনুর উদ্দিন,বামডো’র সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ খুরসেদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আহমদ হোসেন বলেন, আমাদের জীবন পরিচালনা করার পথে যেমন পরিবারের ভূমিকা রয়েছে, তেমনি সমাজের নানা ধরনের সংগঠনের ভূমিকাও রয়েছে যথেষ্ট পরিমাণে।

সমাজকে প্রত্যাশিত মানে নিয়ে যেতে হলে আমাদের এই সকল সংগঠনকে আরো কার্যকর ও গতিশীল করে তোলা প্রয়োজন। দল-মত, ধর্ম, বর্ণ, নারী-পুরুষের ভেদাভেদ দূর করে সমাজকে গতিশীল ও পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য হিসাবে তৈরি করতে বদ্ধ পরিকর হতে হবে।

এসময় সূধী সমাবেশে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান গুলনাহার বেগম, বামডো’র উপদেষ্টা জয়নাল আবেদীন, বামডো’র উপদেষ্টা কামাল উদ্দিন, বামডো সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ,সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক স্বপন প্রমুখ৷ সমাবেশে বক্তারা মণিপুরি মুসলিম সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিতে অপসংস্কৃতি অনুপ্রবেশ বাল্যবিবাহ প্রতিরোধ, প্রজন্মকে বাচাঁতে শিক্ষার উপর গুরুত্বারোপ, তরুণদের মোবাইল আসক্তি, মাদকাসক্তি থেকে উত্তরণ, সালিশ বৈঠকে গ্রাম্য পঞ্চায়েত এর কার্যকরী ভুমিকা আলোচনা করেন৷

উক্ত সমাবেশে মোঃ লিয়াকত আলী কর্তৃক অত্র সংস্থায় দানকৃত ০৮(আট) শতক ভূমির দলিল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয় । উল্লেখ্য, বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(বামডো) ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটি আমাদের সমাজের আচার অনুষ্ঠান, শিক্ষা- সংস্কৃতি, সামাজিক শান্তি শৃংখলা বজায় রাখতে অদ্যাবধি কাজ করে আসছে।

ভিডিও দেখুন

https://fb.watch/gjNpAc4m7l/

 

 

274 Views

আরও পড়ুন

বুটেক্সে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইপিই

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার ১

বুক রিভিউ:সময়ের ছবি ‘নীরব কোলাহল’

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাওরের জনপদ এখন উচ্চশিক্ষায় আরো এগিয়ে যাবে–ড. মোঃ আবু নঈম শেখ

রাবিতে গ্রীন ভয়েস এর নেতৃত্বে মাহিন-সিরাজুল

ডেকে নিয়ে হত্যা করা হয় মনিরকে

নাইক্ষ্যংছড়িতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার !!

আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি: নাজমুল মোস্তফা আমিন

নাটোরে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা ও তার সহযোগী আটক

দুর্লভ নিদর্শনে সমৃদ্ধ এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর

রাবিতে ছাত্র উপদেষ্টার আহবানে গাছ থেকে পেরেক অপসারণ