কমলগঞ্জে জামায়াতে' বিনা লাভের দোকানেকম দামে পেয়ে খুশি ভোক্তারা। (ভিডিও)
কমলগঞ্জে জামায়াতে' বিনা লাভের দোকানেকম দামে পেয়ে খুশি ভোক্তারা। (ভিডিও)
https://www.facebook.com/md.rafiqul.islam.489876/videos/665483659297471/?app=fbl
পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকানের কার্যক্রম উদ্বোধন।
নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জামায়াতে ইসলামী কমলগঞ্জ শাখা এ মহতী উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।মঙ্গলবার ৫মার্চ তারিখে ইসলামী ব্যাংকের উত্তর পাশে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাসুক মিয়া।
জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো এবাদুর রহমান পৌর জামাতের সভাপতি আব্দুল হাই বিশিষ্ট সমাজ ও ব্যাসায়ি ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, ইসলামী ছাত্র শিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি ওয়াসিম আহমেদ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আলতাফুর রহমান,কমলগঞ্জ পৌর শিল্প ও ব্যাণিজ শাখার সভাপতি আরমান হোসেন দোলন সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে জামায়াতে ইসলামী এ উদ্যোগ গ্রহণ করেছে। তারা জানান, ৪ রমজান থেকে আগামী ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।
জনসেবামূলক এ উদ্যোগের মাধ্যমে ভানুগাছ বাজারের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হবেন। অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিনা লাভের এই দোকানের কার্যক্রমের শুভ উদ্বোধন করে উপজেলা আমীর মোঃ মাসুক মিয়া।
স্থানীয়রা জামায়াতে ইসলামীর এ উদ্যোগকে সাধারণ জনগণ প্রশংসা করে বলেন, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন সহায়তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০