ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

কমলগঞ্জে জামাতে নামাজ পড়ায় শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২৪ নভেম্বর ২০২২, ৪:০১ অপরাহ্ণ

Link Copied!

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু-কিশোরদের মসজিদমুখী করার লক্ষ্যে জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতার আয়োজন করেছে একতা সমাজকল্যাণ পরিষদ। গত মাসে সবচেয়ে বেশি উপস্থিতির ধারাক্রমে প্রতিযোগীদের বাছাই করে ফলাফল ঘোষণা করা হয়েছে। পরে নির্বাচিতদের বিশেষ পুরস্কার দেয়া হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) এশার পর বড়গাছ-নছরতপুর জামে মসজিদে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নছরতপুর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুস সালাম, এলাকার বিশিষ্ট ব্যক্তি মালিক মিয়া ও সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হিফজুর রহমান ফাহাদ প্রমুখ।

অনুষ্ঠানে হাফেজ হিফজুর রহমান ফাহাদ জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী করার উদ্দেশে আমরা এ প্রতিযোগিতার আয়োজন করি। গত মাসে সবচেয়ে বেশি উপস্থিতির ধারাক্রমে প্রতিযোগীদের বাছাই করে ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ নির্বাচিতদের বিশেষ পুরস্কার দেয়া হয়েছে। তবে অন্যান্য প্রতিযোগীদেরও নিরাশ করা হয়নি। তাদের জন্যও ছিল সান্তনামূলক পুরস্কার।

হিফজুর রহমান ফাহাদ বলেন, অনুষ্ঠানে নির্বাচিত শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষা সামগ্রী দেয়া হয়। এছাড়া অতিথিদেরও উপহার হিসেবে মিসওয়াক দেয়া হয়।

তিনি আরো বলেন, নির্বাচিত শিশু-কিশোরদের পুরস্কার দেয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন এলাকার বিশিষ্ট ব্যক্তি মো: হেলাল মিয়া, মাওলানা মুশতাক আহমদ ও তানভীর বাপ্পী।

উল্লেখ্য, ২০২১ সালে ৯ আগস্ট সংগঠনটি কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি জীবনের পরিশুদ্ধি ও আর্তমানবতার কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যাত্রা শুরু করে একতা সমাজকল্যাণ সংগঠনের। ইতোমধ্যে তারা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন হাফেজিয়া মাদরাসায় রিহাল বিতরণ, বড়গাছ-নছরতপুর মসজিদসহ বিভিন্ন মসজিদে ছুতরা প্রদান, অজুখানা ও মসজিদের দেয়ালে কুরআন-হাদিসের বাণী, মাসয়ালা-মাসায়িল সম্বলিত দেয়াল লিখন ও স্টিকার সাঁটানোসহ সমাজকল্যাণমূলক নানা কাজ করেছে। বিভিন্ন সময় এলাকার মসজিদসহ মসজিদের আঙিনা পরিষ্কার কাজেও সংগঠনটির দায়িত্বশীল-সদস্যরা অংশগ্রহণ করেছে।

227 Views

আরও পড়ুন

বুটেক্সে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইপিই

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার ১

বুক রিভিউ:সময়ের ছবি ‘নীরব কোলাহল’

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাওরের জনপদ এখন উচ্চশিক্ষায় আরো এগিয়ে যাবে–ড. মোঃ আবু নঈম শেখ

রাবিতে গ্রীন ভয়েস এর নেতৃত্বে মাহিন-সিরাজুল

ডেকে নিয়ে হত্যা করা হয় মনিরকে

নাইক্ষ্যংছড়িতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার !!

আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি: নাজমুল মোস্তফা আমিন

নাটোরে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা ও তার সহযোগী আটক

দুর্লভ নিদর্শনে সমৃদ্ধ এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর

রাবিতে ছাত্র উপদেষ্টার আহবানে গাছ থেকে পেরেক অপসারণ