আত্মসমালোচনা ও Inferiority Complex
——-
স্রোতস্বিনীর তীরে পড়ন্ত অপরাহ্নে চায়ের কাপ হাতে নিসর্গের রূপ দেখতে মগ্ন ছিলাম।
হঠাৎ চায়ের পেয়ালা থেকে জলীয়বাষ্প হয়ে ধোয়া উড়ছে।
হঠাৎ কে যেন বলে উঠল এক তীব্র শক্তি আমার হৃদয় থেকে আমার স্বপ্নগুলাকে এভাবে শুষে নিয়েছে।
আমার স্বপ্নগুলো জলীয়বাষ্প হয়ে আমার দিল ছেড়ে আমার গাত্র ছেড়ে উড়ে গেছে।
উত্তপ্ত চায়ের পেয়ালাটা ধীরে ধীরে শীতল হয়ে গেল।
তখন চায়ের মর্ম সমাপ্ত হলো, ঠান্ডা চায়ের মুল্য নেই।
আমার গাত্রের শিরা উপশিরায় অসৃকে অসৃকে স্বপ্নরুপী বহ্নি জ্বলত আর আমার দেহ মন সব সময় থাকতো উত্তপ্ত, আমার কর্মে আমার প্রতি পদক্ষেপে সেই বহ্নির তাপ উপলব্ধ হতো।
তখন এই চায়ের মতো আমিও ছিলাম মূল্যবান।
হঠাৎ সেই অগ্নি নিভে গেল।
আমার অন্তরের সেই উত্তাপের যবনিকাপতন হওয়ার সাথে সাথে আমিও মুল্যহীন হয়ে পড়লাম।
আজ সেই পেয়ালা ভরা ঠান্ডা চায়ের কাপের মতো আমিও মুল্যহীন!
তবে সেই চা পুনরায় উনানে তাপিত করলে আবার অমূল্য হয়ে ওঠে।
আমিও তাই সেই স্বপ্নরুপী চা কে মারুতের তাপে পুনরায় তাপিত করছি।
আমি আবার ফিরে আসছি!