রাহেলা। বাবার কথা মনে নেই তার। দাদুর কাছে শুনে কিছুটা কল্পনায় এঁকেছে বাবার মুখখানা। জানেনা কোথায় আছে। কেন আছে। কোথায় যাবে। তবে এটি জানে বাবাকে বার্মিজরা গুলি করে মেরেছে।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রাহেলার দাদা-দাদির সাথে কথা বলে জানতে পারি, বার্মার জান্তা সরকারের সেনাবাহিনী তার সন্তানদের হত্যা করেছে। তারা পালিয়ে এখানে চলে এসেছে।
জন্ম থেকেই এই শিশু গুলোর ভবিষ্যৎ অনিশ্চিত। নেই কোন পড়াশোনা। নেই তাদের লক্ষ্য উদ্দ্যেশ। এভাবেই শত অনিশ্চয়তার মাঝে কাটছে তাদের মানবেতর জীবন যাপন।
(কুতুপালং থেকে এস. এম. রুবেল)
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০