————
কক্সবাজারে মেয়ে আলবীরা সুস্থ হয়ে উঠছে, সবার প্রতি কৃতজ্ঞতা বাবা জসিম উদ্দিনের।
ইমতিয়াজ মাহমুদ ইমন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কক্সবাজার :
মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত কক্সবাজারের মেয়ে রুবাইদা নূর আলবীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তাকে শুক্রবার রাতে ওয়ার্ড থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
এর আগে ঢাকার বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছেন বুধবার থেকে শঙ্কামুক্ত হয়েছে মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেনীর শিক্ষার আলবীরা।
মঙ্গলবার সকালে তার পুড়ে যাওয়া হাতে অস্ত্রোপচার এবং মুখে প্লাস্টিক সার্জারী করা হয় বলে জানিয়েছেন তার বাবা কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা ও বাজারঘাটা মদিনা সেনিটারি এন্ড হার্ডওয়্যারের মালিক জসিম উদ্দিন।
আলবীরার বাবা জসিম উদ্দিন জানান, তার মেয়ের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে, চেহারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়ে বলেন আলবীরা এখন বিপদমুক্ত।
সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি বিমান বিধস্ত হয়। এতে বহু শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারায়। আলবীরাও এ স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী। তার বয়স ১০ বছর।
আলবীরার বাবা জসিম উদ্দিন তার মেয়ের জন্য যারা দোয়া করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে লিখেন,
“মাইলস্টোন ট্রাজেডি,আল্লাহর অশেষ রহমতে, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আমাদের আলবিরা কে ওয়ার্ড থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলবিরার জন্য যারা দোয়া করেছেন বিশেষ করে আমার কক্সবাজারের আপনজন, আত্মীয়স্বজন, পাডা প্রতিবেশী,রাজনৈতিক ব্যক্তিবর্গ,ব্যবসায়ি সমাজ,কক্সবাজারের বিভিন্ন সংবাদ মাধ্যম,অনলাইন চ্যানেলসমূহ বিশেষ করে জনকণ্ঠ টিটিএন ধারাবাহিকভাবে আমার মেয়ের জন্য মানুষের কাছে দোয়া চেয়ে পোস্ট দিয়েছেন, আমার কাছে মোবাইলে খবর নিয়েছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া করেছেন,মন্দির ও পেগোড়ায় প্রার্থনা করেছেন।আমাদের আলবিরা আজকে সুস্থ হয়ে উঠেছেন, আমার মেয়ে আলবিরা এবং আমার পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ।