ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

যাত্রীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের একটি “যাত্রী অধিকার আইন” প্রয়োজন।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ

Link Copied!

——
১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস। যাত্রী হয়রানি, ভাড়া অরাজকতা, পরিবহন বিশৃঙ্খলা, নৈরাজ্য, দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে দাবি উত্থাপনের জন্য বাংলাদেশে ২০১৯ সালে এটিকে প্রতীকী দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ২০২০ সালে প্রথমবারের মতো এই দিবসটি পালিত হয়। এবার দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ন্যায্য ভাড়ায় হয়রানিমুক্ত ভ্রমণের অধিকার”। দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি (পিডাব্লিউএবি) সহ যাত্রী অধিকার এবং সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উদযাপনের জন্য, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি (পিডাব্লিউএবি) ১৩ সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০ টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ এবং একই দিনে সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “হয়রানিমুক্ত ভ্রমণের অধিকার” শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে পরিবহন মালিক-শ্রমিক নেতারা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা এবং মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, পরিবহন খাতে নৈরাজ্য থেকে লাভবান কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময়ে এবং বিভিন্ন উপায়ে যাত্রী মোজাম্মেল হক চৌধুরীর কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা করে আসছে। জনসাধারণের এই আন্দোলন বন্ধ করার জন্য, ৪ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে, সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে রাতের অন্ধকারে একটি মিথ্যা ও হয়রানিমূলক চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়। এই মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে দেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ, দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তীব্র প্রতিবাদ জানায়। ফলস্বরূপ, স্বার্থান্বেষীদের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে, যাত্রীবন্ধু (যাত্রীবন্ধু) মোজাম্মেল হক চৌধুরীকে ১৩ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। লক্ষ লক্ষ নির্যাতিত ও নির্যাতিত যাত্রীর অধিকারের পক্ষে কথা বলা সৈনিকের মুক্তির সম্মানে, যাত্রী অধিকার এবং সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন সর্বসম্মতিক্রমে ১৩ সেপ্টেম্বরকে ‘যাত্রী অধিকার দিবস’ হিসেবে দেশব্যাপী যাত্রী অধিকার আন্দোলনকে বেগবান করার প্রতীকী দিন হিসেবে ঘোষণা করে।

সাধারণ যাত্রীদের একমাত্র সাহসী কণ্ঠ, যাত্রী আন্দোলনের প্রবক্তা, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির (পিডাব্লিউএবি) প্রতিষ্ঠাতা ও মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী, আজ (৫ সেপ্টেম্বর, ২০২৫) ৭ বছর আগে এদিনে কারা নির্যাতনের শিকার হয়েছেন।

তাই, একজন যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তা কর্মী হিসেবে, ন্যায্য ও গ্রহণযোগ্য অধিকার প্রতিষ্ঠার জন্য ‘যাত্রী অধিকার আইন’ প্রণয়নের বিকল্প আমার নেই। অসহায়দের মতো হয়রানি, নৈরাজ্য এবং মহামারী সড়ক দুর্ঘটনার শিকার যাত্রীদের অধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়নের জন্য এই আইন প্রণয়ন করা অপরিহার্য।

লেখক:

মোঃ জিয়াউল হক চৌধুরী
সমন্বয়ক, দুর্ঘটনা পর্যবেক্ষণ সেল
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি (পিডাব্লিউএবি)

আরও পড়ুন

দোয়ারাবাজারে বিএনপি নেতার মোবাইল নম্বর হ্যাক: অনাকাঙ্ক্ষিত স্ট্যাটাসে বিভ্রান্তি

বোয়ালখালীতে মরহুম রফিক মিয়ার পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিল ২৬ ডিসেম্বর

শান্তিগঞ্জে কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা ‎

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে  শ্রদ্ধাঞ্জলি

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন