ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

ফুল-টাইম রাজনীতিবিদ!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ

Link Copied!

——–

বাহিরের দেশগুলোতে সবার রাজনীতির পাশাপাশি, রোজগারের জন্য নিজস্ব পেশা আছে। আমার দেশেই দেখলাম বেশীরভাগ full-time রাজনীতিবিদ!

বিশ্বের অনেক উন্নত দেশে রাজনীতি একটি সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচিত হয়। রাজনীতিবিদেরা সেখানে একটি পেশায় নিযুক্ত থেকে দেশের সেবা করেন, রাজনীতি তাদের মূল পেশা নয়। তারা রাজনীতিকে জীবনযাপনের একমাত্র মাধ্যম হিসেবে নয়, বরং দেশের সেবা করার একটি সুযোগ হিসেবে দেখেন। কিন্তু আমার দেশে পরিস্থিতিটা ভিন্ন! এখানে রাজনীতি অনেকের জন্য মূল পেশা এবং আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। দেখা যায়, অধিকাংশ রাজনীতিবিদ full-time রাজনীতি করেন, যার ফলে তাদের আয়ের একটি বড় অংশই অনেকক্ষেত্রে অস্বচ্ছ এবং অবৈধ হয়ে ওঠে।

এই প্রবণতা শুধু প্রাচীন রাজনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ নয়, নতুন প্রজন্মের রাজনীতিবিদের অনেকেই একই পথে হাঁটছে। তারা ব্যক্তিগত দক্ষতা, পেশাগত সাফল্য, এবং বৈধ আয়ের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেয় না। বরং তারা রাজনীতির মাধ্যমে কিভাবে দ্রুত সম্পদশালী হওয়া যায়, সেই পথেই আগ্রহী। আমাদের সমাজে এমন একটি বার্তা প্রতিষ্ঠিত হয়েছে যে রাজনীতি হলো দ্রুত ধনী হওয়ার একটি মাধ্যম, যেখানে সেবা বা দেশের উন্নয়ন দ্বিতীয় স্থানে থাকে।

এই ধারাটি শুধু দেশের জন্য ক্ষতিকর নয়, বরং নতুন প্রজন্মের ভবিষ্যৎকেও অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। রাজনীতিতে অবৈধ আয়ের সুযোগ যত বাড়বে, ততই নৈতিকতার অবক্ষয় ঘটবে। অথচ, আমাদের দেশকে সঠিক পথে এগিয়ে নিতে দরকার দক্ষ, স্বচ্ছ ও নৈতিকভাবে পরিচালিত রাজনীতিবিদ। তারা কেবল ক্ষমতার লড়াই করবেন না, বরং পেশাগত জীবনের মাধ্যমে সমাজে একটি উদাহরণ স্থাপন করবেন। রাজনীতি কোনো ব্যক্তির একমাত্র পেশা হতে পারে না; এটি হতে হবে দায়িত্ববোধের একটি অঙ্গ, যা মূলত সামাজিক উন্নয়নের জন্য নিবেদিত।

সুতরাং, আমাদের উচিত নতুন প্রজন্মের জন্য এমন একটি বার্তা ছড়িয়ে দেওয়া, যেখানে তারা রাজনীতিকে পেশা নয়, বরং একটি সামাজিক দায়িত্ব হিসেবে দেখে। নিজেদের পেশাগত দক্ষতা ও রোজগারের ভিত্তি মজবুত করে রাজনীতিতে প্রবেশ করা উচিত, যেন তারা দেশের উন্নয়ন ও জনসেবায় নৈতিকতার সঙ্গে অবদান রাখতে পারে।

রাজনীতি সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত, কিন্তু এটি কখনোই একটি ব্যক্তিগত ব্যবসা বা অবৈধ আয়ের উৎস হয়ে উঠতে পারে না।

✍️ আতিক সুজন

ম্যানেজিং ডিরেক্টর এজিএমএমসফট
সভাপতি চট্টলা ইঞ্জিনিয়ার্স ক্লাব

497 Views

আরও পড়ুন

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় ‘জুলাই’ বিরোধী মন্তব্য: অষ্টম শ্রেণির ছাত্রকে মারধর, উত্তপ্ত পরিস্থিতি