ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ফুল-টাইম রাজনীতিবিদ!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ

Link Copied!

——–

বাহিরের দেশগুলোতে সবার রাজনীতির পাশাপাশি, রোজগারের জন্য নিজস্ব পেশা আছে। আমার দেশেই দেখলাম বেশীরভাগ full-time রাজনীতিবিদ!

বিশ্বের অনেক উন্নত দেশে রাজনীতি একটি সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচিত হয়। রাজনীতিবিদেরা সেখানে একটি পেশায় নিযুক্ত থেকে দেশের সেবা করেন, রাজনীতি তাদের মূল পেশা নয়। তারা রাজনীতিকে জীবনযাপনের একমাত্র মাধ্যম হিসেবে নয়, বরং দেশের সেবা করার একটি সুযোগ হিসেবে দেখেন। কিন্তু আমার দেশে পরিস্থিতিটা ভিন্ন! এখানে রাজনীতি অনেকের জন্য মূল পেশা এবং আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। দেখা যায়, অধিকাংশ রাজনীতিবিদ full-time রাজনীতি করেন, যার ফলে তাদের আয়ের একটি বড় অংশই অনেকক্ষেত্রে অস্বচ্ছ এবং অবৈধ হয়ে ওঠে।

এই প্রবণতা শুধু প্রাচীন রাজনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ নয়, নতুন প্রজন্মের রাজনীতিবিদের অনেকেই একই পথে হাঁটছে। তারা ব্যক্তিগত দক্ষতা, পেশাগত সাফল্য, এবং বৈধ আয়ের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেয় না। বরং তারা রাজনীতির মাধ্যমে কিভাবে দ্রুত সম্পদশালী হওয়া যায়, সেই পথেই আগ্রহী। আমাদের সমাজে এমন একটি বার্তা প্রতিষ্ঠিত হয়েছে যে রাজনীতি হলো দ্রুত ধনী হওয়ার একটি মাধ্যম, যেখানে সেবা বা দেশের উন্নয়ন দ্বিতীয় স্থানে থাকে।

এই ধারাটি শুধু দেশের জন্য ক্ষতিকর নয়, বরং নতুন প্রজন্মের ভবিষ্যৎকেও অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। রাজনীতিতে অবৈধ আয়ের সুযোগ যত বাড়বে, ততই নৈতিকতার অবক্ষয় ঘটবে। অথচ, আমাদের দেশকে সঠিক পথে এগিয়ে নিতে দরকার দক্ষ, স্বচ্ছ ও নৈতিকভাবে পরিচালিত রাজনীতিবিদ। তারা কেবল ক্ষমতার লড়াই করবেন না, বরং পেশাগত জীবনের মাধ্যমে সমাজে একটি উদাহরণ স্থাপন করবেন। রাজনীতি কোনো ব্যক্তির একমাত্র পেশা হতে পারে না; এটি হতে হবে দায়িত্ববোধের একটি অঙ্গ, যা মূলত সামাজিক উন্নয়নের জন্য নিবেদিত।

সুতরাং, আমাদের উচিত নতুন প্রজন্মের জন্য এমন একটি বার্তা ছড়িয়ে দেওয়া, যেখানে তারা রাজনীতিকে পেশা নয়, বরং একটি সামাজিক দায়িত্ব হিসেবে দেখে। নিজেদের পেশাগত দক্ষতা ও রোজগারের ভিত্তি মজবুত করে রাজনীতিতে প্রবেশ করা উচিত, যেন তারা দেশের উন্নয়ন ও জনসেবায় নৈতিকতার সঙ্গে অবদান রাখতে পারে।

রাজনীতি সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত, কিন্তু এটি কখনোই একটি ব্যক্তিগত ব্যবসা বা অবৈধ আয়ের উৎস হয়ে উঠতে পারে না।

✍️ আতিক সুজন

ম্যানেজিং ডিরেক্টর এজিএমএমসফট
সভাপতি চট্টলা ইঞ্জিনিয়ার্স ক্লাব

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস