——-
ডক্টর ইউনূসের গতকালের এই অসাধারণ বক্তব্য ও যে খারাপ, এইটা জানলাম মির্জা ফখরুলের কাছ থেকে।
কেন ?
কারণ ভাষণে নির্বাচন নাই। অথচ স্পষ্ট করে ইউনূস বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে।
ওদিকে ইউটিউব সংবাদ পাঠক ড: জাহেদ বলেছেন,
ড. ইউনূসের ভাষণে নাকি তিনি হাসিনার ছায়া দেখতে পেয়েছেন। মানে ক্ষমতার সান্নিধ্য পাওয়ার জন্য কোন লেভেলের ডেসপারেট এরা হইছে যে ড: ইউনূসকে হাসিনার সাথে মেলাচ্ছে।
কিসের এতো রাগ?
ওদের দলের চাঁদাবাজদের উপর অভিযান এবং ধরপাকড় করছে তাই?
এদিকে মির্জা আব্বাস বলেছেন–দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই।
অথচ ৫ আগস্টের পর এই লোক কান্নাকাটি করে ছাত্রদের ধন্যবাদ দিয়েছিলেন। মামলা ছিলো বোধহয় ৬০ টা না ৭০ টা। আর এখন ৫ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলতেও নারাজ।
কেন?
ছাত্ররা ক্রেডিট পাবে তাই?
আগে না বুঝলেও এখন বুঝি ওদের কথা মানুষ কেন শুনেনি। ওদের কথায় ১৭ বছরে কেন কেউ রাস্তায় কেনো নামেনি ।
কুরআনে আল্লাহ তাআলা বলেছেন—মানুষ, তোমরা বড়ই অকৃতজ্ঞ!!
এই লোকগুলার এই হিপোক্রেসি আর জঘন্য মানসিকতা দেখে আমার খালি ঐ আয়াতটার কথা মনে পড়ে!!
মানুষ আসলেই অকৃতজ্ঞ ।।
——
তানভীর আকন্দ, পিরোজপুর