ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
  1. সর্বশেষ

করোনার আমসত্ত্ব কেরামতি ও নিতান্ত সম্ভাবনা

প্রতিবেদক
নিউজ এডিটর
২১ এপ্রিল ২০২০, ১০:০৬ পূর্বাহ্ণ

Link Copied!

———————
করোনা চীনের ক্ষেত্রে একচোখা আচরন করলেও ঠিক যখন সারাবিশ্বকে নাকানিচুবানি করছে তখনও আমরা ঢাকের কাঠির ন্যায় আচরন কম করিনি,যখন করোনা তার কেরামতি দেখালো, তখন উদর পিন্ডি বুধোর ঘারে চাপিয়েও খান্ত হয়নি..! অসারের তর্জন গর্জন সার বা উলুবনে মুক্তা ছড়ানো,কিংবা ফাকা মাঠে গোলও আমরা কম দেখিনি,
টমাস কার্লাইল রচিত আমাদের ‘দ্যা গ্রেট ম্যান’দের কর্মকান্ড দেখে স্রোষ্ঠাও যেমন বিস্মিত,তেমনি করোনাও খিলখিলিয়ে হাসে..!
গভঃ হিসেব অনুযায়ী ১ এপ্রিল দেশে করোনা রুগির সংখ্যা ৫৪, অথচ ১৮এপ্রিল করোনা রুগির সংখ্যা ২১৪৪ । করোনা কিন্তু তার কেরামতি দেখিয়েছে, ১এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নমুনা পরীক্ষা যথাক্রমে ১৫৭,১৪১,৫১৩,৪৩৪,৩৬৭,৪৬৮, ৭৯২,৯৮১,১০৯৭,১১৮৪,৯৫৪,১৩৪০,১৫৭০,১৯০৫,১৭৪০,২০১৯,২১৯০,২১১৪ ।
করেনা আক্রান্ত যথাক্রমে ৩,২,৫,৯,১৮,৩৫,৪১,৫৪, ১১২,৯৪, ৫৮,১৩৯,১৮২,২০৯,২১৯,৩৪১,২৬৬,৩০৬
আক্রান্তের হার যথাক্রমে ১.৯%, ১.৫%, ১%, ২% ৫%, ৭%, ৫.২%, ৫.৫%, ১০.২১%, ৮%, ৬.৭%, ১০.৩৮%, ১১.৬০%, ১১%, ১২.৫৯%, ১৬.৮৯%, ১২.১৫%, ১৪.৪৮% (Fig:1-2)


এবার চলুন একটু ভিন্ন পথে আসি..!
জাতিসংঘের তথ্য অনুযায়ী যদি টেস্ট টেস্ট এন্ড টেস্ট রুলস ফলো করি,
এবং ১-৭এপ্রিল পর্যন্ত টেস্টের পরিমান ২০,০০০এ উন্নিত করে সেইসাথে ৮-১৮এপ্রিল পর্যন্ত ৩০,০০০এ উন্নিত করলে পরিসংখ্যানটা দাড়ায় যথাক্রমে ৩৮০,৩০০,২০০,৪০০,১০০০, ১৪০০,১৫৫৪,১৬৫০,৩০৬৩,২৪০০,২০১০,৩১১৪, ৩৪৪০,৩৩০০,৩৭৭৭,৪৯৯৭৭,৪৮৬০,৫০০০+(fig 1.1-2.1)

 

 

 

 

 

 

 

 

এক্ষেত্রে সর্বমোট সাসপেক্টেড কেইস দাঁড়ায় ৪০০০০+
যার মধ্যে মাত্র ৫% শনাক্ত করতে পেরেছি,,
সুতরাং টেস্টের পরিমান বাড়িয়ে বাকি ৯৫% শনাক্ত না করালে করোনা কিন্তু চীনের মতো
একচোখা আচরন করবে না…!
যেখানে প্রতি ১০লাখে আমরা মাত্র ১০৩ জনের টেস্ট করাচ্ছি,সেখানে আমার এই হাইপোথিসিস নিতান্ত বোকামি ছাড়া কিছুই নয়…!
তবুও একজন পাবলিক হেলথের স্টুডেন্ট হিসেবে স্বাস্থ্যমন্রণালয়কে বলতে চাই,
করোনাকে ঢাকের বায়া মনে করে,তোষামুদে আচরন যেমন সমীচীন নয়,তেমনি পর্যাপ্ত টেস্টের ব্যবস্থাই,করোনা উত্তরণের একমাত্র উপায় হতে পারে,সেক্ষেত্রে ডঃ জাফরুল্লাহ স্যারকে ফেকলু পার্টি না ভেবে তাকে যথাযথ মুল্যায়ন করাই শ্রেয়! তা নাহলে করোনা যেমন তার ধৃষ্ট রূপ দেখাবে, তেমনি ঢাকের কাঠি কিংবা করোনার সাতকাহন রূপ তথা টেস্টও লাগামহীন হয়ে পড়বে। সময় থাকতে লাগাম টেনে ধরুন।
আর জাতির উদ্দেশ্যে বলতে চাই, করোনার ন্যায়
আপনারাও করোনা আক্রান্ত স্বজনদের প্রতি কংস মামার আচরন বন্ধ করুন,
নতুবা আপনারাও কখনো না কখনো সেই একি জাতাঁকলে পিষ্ট হবেন।
সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন

——————
মোঃ মাজহারুল ইসলাম,
ছাত্র, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।

96 Views

আরও পড়ুন

বিচ্ছুর বন্যপ্রাণী সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শারমিন মীমের কবিতা “ভেজাল”

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শার্শায় ভোটগ্রহণ নিয়ে কর্মকার্তাদের সাথে নির্বাচন কমিশনারের ব্রিফিং

নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট-নদীরঘাট রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বাচন

“রাখে আল্লাহ, মারে কে” : নাইক্ষ্যংছড়ি ছালামী পাড়ায় মোটরসাইকেল মার্কার সমর্থনে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী তোফাইল

কবি ফিরোজ খানের কবিতা

নাইক্ষংছড়িতে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ !!

লোহাগাড়ার আজিজ কাতারে মারা গেলো স্ট্রোকে