ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

আপনার আংটি ব্যবহার সুন্নাহর সাথে মিলিয়ে নিন।

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ অক্টোবর ২০১৯, ১১:০৩ অপরাহ্ণ

Link Copied!

–মুনিরুল আলম মুনির।

ধনী-গরীব,সম্ভ্রান্ত কিংবা শ্রমজীবী,শিক্ষিত-অশিক্ষিত-সকলের কাছেই ‘আংটি’ শব্দটি খুবি আকর্ষণীয়।সকলেরি যেন হাতের আঙ্গুলে কয়েকটি আংটি থাকা চাই।তবে আংটি ব্যবহারের সুন্নাহ্ পদ্ধতি জানা থাকলে এটিও সাওয়াবের “আমল” হিসেবে পরিগণিত করা যাবে।তাহলে এর সুন্নাহ্ পদ্ধতি জেনে নেয়া যাক।

#আংটি ব্যবহার কি জায়েয?
হুম,আংটি ব্যবহার করা জায়েয।রাসূল(স) নিজেই আংটি ব্যবহার করেছেন।হাদীস শরীফে এসেছে-
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ لَهُ فَصٌّ حَبَشِيٌّ وَنَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏.‏
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিত।
রাসূলুল্লাহ (স) একটি রূপার আংটি গ্রহণ করেন। তাতে আবিসিনীয় পাথর ছিল এবং তার গায়ে “মুহাম্মাদুর রাসুলুল্লাহ” খোদাইকৃত ছিল।
(সুনানে ইবনে মাজাহ-৩৬৪১,সহীহ)

#কোন আংটির ব্যবহার বৈধ?
উম্মাহর সকল ইমাম একমত যে, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম।আর মহিলার জন্য তা বৈধ।সুতরাং পুরুষ শুধু রূপার আংটি ব্যবহার করতে পারবে।আর মহিলারা যেকোন আংটি ব্যবহার করতে পারবে।হাদীস শরীফে এসেছে-
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ لَهُ فَصٌّ حَبَشِيٌّ وَنَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ.
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিত।
রাসূলুল্লাহ (স) একটি রূপার আংটি গ্রহণ করেন। তাতে আবিসিনীয় পাথর ছিল এবং তার গায়ে “মুহাম্মাদুর রাসুলুল্লাহ” খোদাইকৃত ছিল।
(সুনানে ইবনে মাজাহ-৩৬৪১,সহীহ)

#সোনার আংটি ব্যবহার নিষিদ্ধ:
হাদীস শরীফে এসেছে-
عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ التَّخَتُّمِ بِالذَّهَبِ ‏.
আলী (রাঃ) বলেছেন।
রাসূলুল্লাহ (স) সোনার আংটি পরতে নিষেধ করেছেন।
(সুনানে ইবনে মাজাহ-৩৬৪২,সহীহ)

#আংটিতে কোন নকশা করা যাবে?
হ্যাঁ,আংটিতে শরীয়াত সম্মত নকশা করা যাবে।তবে রাসূল(স) এর ব্যবহৃত নকশা ব্যবহার করা যাবেনা।হাদীস শরীফে এসেছে-
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ اصْطَنَعَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ خَاتَمًا فَقَالَ ‏ “‏ إِنَّا قَدِ اصْطَنَعْنَا خَاتَمًا وَنَقَشْنَا فِيهِ نَقْشًا فَلاَ يَنْقُشَنَّ عَلَيْهِ أَحَدٌ ‏”‏ ‏.‏
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিত।
রাসূলুল্লাহ (স) একটি আংটি তৈরি করান, তারপর বলেনঃ আমি একটি আংটি তৈরি করিয়েছি এবং তাতে কিছু নকশা করিয়েছি। সুতরাং কেউ যেন এর অনুরূপ নকশা খোদাই না করায়।
(সুনানে ইবনে মাজাহ-৩৬৪০,সহীহ)

#আংটি কোন হাতে ব্যবহার করবেন?
আংটি ডান হাতে ব্যবহার করা-ই সুন্নাহ।হাদীস শরীফে এসেছে-
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ ‏.
আবদুল্লাহ বিন জা‘ফর (রাঃ) হতে বর্নিত।
নবী (স) তাঁর ডান হাতে আংটি পরতেন।
(সুনানে ইবনে মাজাহ-৩৬৪৭,সহীহ)
সুতরাং বাম হাতে আংটি ব্যবহার করা সমীচীন নয়।

#আংটি কোন আঙ্গুলে ব্যবহার করবেন?
আংটি বৃদ্ধাঙ্গুল ও কনিষ্ঠাঙ্গুল ছাড়া বাকি তিনটিতে ব্যবহার করা সুন্নাহ।হাদীস শরীফ বলছে-
عَنْ عَلِيٍّ، قَالَ نَهَانِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ أَتَخَتَّمَ فِي هَذِهِ وَفِي هَذِهِ يَعْنِي الْخِنْصَرَ وَالإِبْهَامَ ‏.‏
আলী (রাঃ) হতে বর্ণিত।
রসূলুল্লাহ (স) আমাকে এই আঙ্গুলে এবং এই আঙ্গুলে অর্থাৎ বৃদ্ধা ও কনিষ্ঠাতে আংটি পরতে নিষেধ করেছেন।
(সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৬৪৮,সহীহ)

সুতরাং মধ্যমা,শাহাদাহ ও তর্জনী আঙ্গুলে আংটি ব্যবহারই সুন্নাহ পদ্ধতি।
এই হলো আংটি ব্যবহারের মোটামুটি সুন্নাহ পদ্ধতি। আপনার কাছে সহীহ হাদীসের আলোকে আরও কিছু পদ্ধতি জানা থাললে উল্লেখ করার অনুরোধ থাকবে।

আসুন, আংটি ব্যবহারসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহ অনুসরণের জন্য নিজে চেষ্টা করি অপরকেও উৎসাহিত করি।।

লেখক- শিক্ষার্থী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।।

302 Views

আরও পড়ুন

লোহাগাড়ায় সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির (ভিডিও সহ)

বিএনপির সাথে ১২ দলীয় জোটের বৈঠক

শেরপুরের পানিহাতায় ঘুরতে গিয়ে ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু 

শান্তিগঞ্জে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২

টঙ্গী’তে বাতিঘর ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

টঙ্গীর ইজতেমা ময়দানে সাদ পন্থীদের হামলায় ৪ হত্যার প্রতিবাদে ইসলামপুরে মানববন্ধন 

শান্তিগঞ্জে জয়কলস ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভা

নাটোরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাবিতে পার্বতীপুর উপজেলা সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-মুশফিকুর

নির্বাচন শেষে নিয়মিত কাজে ফিরে যাব–ড. ইউনুস

ক্ষমতায় গেলে নারীদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখার সুযোগ করে দেব- আমীরে জামায়াত