ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. সর্বশেষ

ক্রাশের বিয়ে – এমআর সাদিক

প্রতিবেদক
নিউজ এডিটর
৩০ সেপ্টেম্বর ২০২০, ১:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!

———————

ছয় বছর পূর্বে যেদিন তোমার চোখে প্রথম চোখ রেখেছিলাম। সেদিনই তুমি আমার হৃদয়ের গহীনে স্থান করে নিয়েছিলে। কিন্ত দীর্ঘ ছয় বছরের সাধনার পরও আমি তোমার হৃদয়ে এতটুকু স্থান করে নিতে পারিনি এ আমার চরম ব্যর্থতা। কত যাতনা, কত বিষাদ, কত বেদনা আমি লালন করেছি এই বছরগুলোতে। অশান্ত মনকে সান্তনা দিয়েছি তোমার কল্পনায়। বারবার বলতে গিয়ে গুটিয়ে নিয়েছি নিজেকে। মুখ ফুটে বলতে পারিনি একটিবার। পাছে তোমাকে হারাতে হয় সেই ভয়ে।
তুমি কি একবারও শুনতে পারনি আমার মনের গহীনের কথাগুলো বাতাসে কান পেতে! বুঝতে পারনি আমার চাওয়া পাওয়া! এ আমি বিশ্বাস করিনা।

কেন আমি তোমায় এত কাছে পেতে চাইতাম। কেন দূরে সরে যেতে চেয়ে কাছে এসেছিলাম। একবারও ভাবনি সে কথা! নাকি সব জেনেশুনে দিলে এই ব্যাথা? আমার ব্যাথার হয়তো কোন মূল্য নেই তোমার কাছে। কিন্ত তোমার সুখের অনেক মূল্য আছে আমার কাছে। আমার সকল অশ্রুজল তোমার সুখের তরে উৎসর্গ করলাম। এতেই আমার আনন্দ। আমি তো তোমাকে সুখী করতেই চেয়েছিলাম। দূরে সরে গিয়ে যদি সুখী হতে পারো তবে তাই হোক। না পাওয়ার শোকে পুড়ে আমি নাহয় দেবদাস হবো। প্রেমের সার্থকতা বিচ্ছেদেই। এ আমার জানা ছিলনা। লাইলি-মজনু, শিরি-ফরহাদ আর দেবদাস-পার্বতীর গল্পগুলো অবাস্তব ভাবতাম। নিছক কবির কল্পনা মনে করতাম।
আজ মনে হচ্ছে এসব মিথ্যে নয় বরং মহাসত্য।

দেবদাসের নেশার গেলাস ছিল, মজনু অমৃত পান করে চিরবিদায় জানিয়েছিল। আমার ওসবের কিছুই নেই। আমি শুধু জানি তুমি আমার ছিলে, আমার আছো, আমার থাকবে। দূরে সরে যেতে চেয়ে কাছে চলে আসবে। স্বপ্নের জাল বুনে কাটিয়ে দেব এজীবন। তুমি সুখী হও রুকু আমি সুখী নই।

এমআর সাদিক
রাজনগর, মৌলভীবাজার

105 Views

আরও পড়ুন

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ

রাঙামাটির কাউখালীতে বজ্রপাতে মৃত্যু-১ আহত-৪

বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে খাগড়াছড়িতে নিহত-৩