ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ক্রাশের বিয়ে – এমআর সাদিক

প্রতিবেদক
admin
৩০ সেপ্টেম্বর ২০২০, ১:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!

———————

ছয় বছর পূর্বে যেদিন তোমার চোখে প্রথম চোখ রেখেছিলাম। সেদিনই তুমি আমার হৃদয়ের গহীনে স্থান করে নিয়েছিলে। কিন্ত দীর্ঘ ছয় বছরের সাধনার পরও আমি তোমার হৃদয়ে এতটুকু স্থান করে নিতে পারিনি এ আমার চরম ব্যর্থতা। কত যাতনা, কত বিষাদ, কত বেদনা আমি লালন করেছি এই বছরগুলোতে। অশান্ত মনকে সান্তনা দিয়েছি তোমার কল্পনায়। বারবার বলতে গিয়ে গুটিয়ে নিয়েছি নিজেকে। মুখ ফুটে বলতে পারিনি একটিবার। পাছে তোমাকে হারাতে হয় সেই ভয়ে।
তুমি কি একবারও শুনতে পারনি আমার মনের গহীনের কথাগুলো বাতাসে কান পেতে! বুঝতে পারনি আমার চাওয়া পাওয়া! এ আমি বিশ্বাস করিনা।

কেন আমি তোমায় এত কাছে পেতে চাইতাম। কেন দূরে সরে যেতে চেয়ে কাছে এসেছিলাম। একবারও ভাবনি সে কথা! নাকি সব জেনেশুনে দিলে এই ব্যাথা? আমার ব্যাথার হয়তো কোন মূল্য নেই তোমার কাছে। কিন্ত তোমার সুখের অনেক মূল্য আছে আমার কাছে। আমার সকল অশ্রুজল তোমার সুখের তরে উৎসর্গ করলাম। এতেই আমার আনন্দ। আমি তো তোমাকে সুখী করতেই চেয়েছিলাম। দূরে সরে গিয়ে যদি সুখী হতে পারো তবে তাই হোক। না পাওয়ার শোকে পুড়ে আমি নাহয় দেবদাস হবো। প্রেমের সার্থকতা বিচ্ছেদেই। এ আমার জানা ছিলনা। লাইলি-মজনু, শিরি-ফরহাদ আর দেবদাস-পার্বতীর গল্পগুলো অবাস্তব ভাবতাম। নিছক কবির কল্পনা মনে করতাম।
আজ মনে হচ্ছে এসব মিথ্যে নয় বরং মহাসত্য।

দেবদাসের নেশার গেলাস ছিল, মজনু অমৃত পান করে চিরবিদায় জানিয়েছিল। আমার ওসবের কিছুই নেই। আমি শুধু জানি তুমি আমার ছিলে, আমার আছো, আমার থাকবে। দূরে সরে যেতে চেয়ে কাছে চলে আসবে। স্বপ্নের জাল বুনে কাটিয়ে দেব এজীবন। তুমি সুখী হও রুকু আমি সুখী নই।

এমআর সাদিক
রাজনগর, মৌলভীবাজার

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত