ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

ক্রাশের বিয়ে – এমআর সাদিক

প্রতিবেদক
নিউজ এডিটর
৩০ সেপ্টেম্বর ২০২০, ১:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!

———————

ছয় বছর পূর্বে যেদিন তোমার চোখে প্রথম চোখ রেখেছিলাম। সেদিনই তুমি আমার হৃদয়ের গহীনে স্থান করে নিয়েছিলে। কিন্ত দীর্ঘ ছয় বছরের সাধনার পরও আমি তোমার হৃদয়ে এতটুকু স্থান করে নিতে পারিনি এ আমার চরম ব্যর্থতা। কত যাতনা, কত বিষাদ, কত বেদনা আমি লালন করেছি এই বছরগুলোতে। অশান্ত মনকে সান্তনা দিয়েছি তোমার কল্পনায়। বারবার বলতে গিয়ে গুটিয়ে নিয়েছি নিজেকে। মুখ ফুটে বলতে পারিনি একটিবার। পাছে তোমাকে হারাতে হয় সেই ভয়ে।
তুমি কি একবারও শুনতে পারনি আমার মনের গহীনের কথাগুলো বাতাসে কান পেতে! বুঝতে পারনি আমার চাওয়া পাওয়া! এ আমি বিশ্বাস করিনা।

কেন আমি তোমায় এত কাছে পেতে চাইতাম। কেন দূরে সরে যেতে চেয়ে কাছে এসেছিলাম। একবারও ভাবনি সে কথা! নাকি সব জেনেশুনে দিলে এই ব্যাথা? আমার ব্যাথার হয়তো কোন মূল্য নেই তোমার কাছে। কিন্ত তোমার সুখের অনেক মূল্য আছে আমার কাছে। আমার সকল অশ্রুজল তোমার সুখের তরে উৎসর্গ করলাম। এতেই আমার আনন্দ। আমি তো তোমাকে সুখী করতেই চেয়েছিলাম। দূরে সরে গিয়ে যদি সুখী হতে পারো তবে তাই হোক। না পাওয়ার শোকে পুড়ে আমি নাহয় দেবদাস হবো। প্রেমের সার্থকতা বিচ্ছেদেই। এ আমার জানা ছিলনা। লাইলি-মজনু, শিরি-ফরহাদ আর দেবদাস-পার্বতীর গল্পগুলো অবাস্তব ভাবতাম। নিছক কবির কল্পনা মনে করতাম।
আজ মনে হচ্ছে এসব মিথ্যে নয় বরং মহাসত্য।

দেবদাসের নেশার গেলাস ছিল, মজনু অমৃত পান করে চিরবিদায় জানিয়েছিল। আমার ওসবের কিছুই নেই। আমি শুধু জানি তুমি আমার ছিলে, আমার আছো, আমার থাকবে। দূরে সরে যেতে চেয়ে কাছে চলে আসবে। স্বপ্নের জাল বুনে কাটিয়ে দেব এজীবন। তুমি সুখী হও রুকু আমি সুখী নই।

এমআর সাদিক
রাজনগর, মৌলভীবাজার

205 Views

আরও পড়ুন

বাপ-দাদার জমিতে ইপিজেড না করার দাবিতে আবারও উত্তাল সাঁওতালরা

চট্টগ্রামে অরক্ষিত খাল-নালায় আর কত অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হুঁশ আসবে!

নাক দিয়ে রক্ত পড়লে যা করবেন

‎‎কুয়েট উপাচার্যকে অপসারণের ঘোষণা

ইসলামপুরে জামায়াতে যোগদান করা সেই বিএনপি নেতা বহিষ্কার

ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর মায়ের জানাজায় মুসল্লিদের ঢল

আইএমসি প্রধান বয়েজ হোস্টেলের মনিটরশীপ থেকে আবির এবং ফয়সালের আনুষ্ঠানিক বিদায়

জন্মগত ৩শ’ হৃদরোগী শিশু পাচ্ছে ফ্রি চিকিৎসা

হঠাৎ দেশের আলোচিত গর্জনিয়া বাজার পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক সালাহউদ্দিন।

পুলিশ সুপার কক্সবাজারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাত

কাপাসিয়ায় সাংবাদিক ফোরামের কমিটি গঠিত

বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে বাঁশখালী সংস্কার আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত