ঢাকারবিবার , ১২ মে ২০২৪
  1. সর্বশেষ

“কুরবানি হোক মহান আল্লাহর উদ্দেশ্যে” তাহসিন মোহাম্মদ ঈসমাইল

প্রতিবেদক
নিউজ ভিশন
৩১ জুলাই ২০২০, ৭:৫১ পূর্বাহ্ণ

Link Copied!

প্রতিবছরের ন্যায় আবারো আমাদের সামনে হাজির হলো ত্যাগের মহিমায় উদ্বেলিত হয়ে তথা পশু কুরবানি দেওয়ার মাধ্যমে মহান রাব্বুল আলামিন এর সান্নিধ্যে যাওয়ার এক পরম মুহুর্ত।
ঈদুল আযহা মুসলমানদের এক অন্যন্য আনন্দের দিন আরাফা দিবসের ব্যাপক মাগফিরাত, আল্লাহর দরবারে কুরবানি পেশ করার সৌভাগ্য এবং আল্লাহর দরবারে কবুল হওয়া কুরবানি থেকে মেহমানদারী লাভ ওই আনন্দের কারণ। বলাবাহুল্য, এই তাৎপর্য অনুধাবন করার জন্য অন্তরে প্রয়োজন ঈমানের দৃঢ়তা এবং মিষ্টতা ও খালিক, মালিকের মহব্বত ও ভালোবাসা পক্ষান্তরে বস্তুবাদী ও যুক্তিপূজারী হৃদয় দুঃখজনকভাবে এ আল্লাহর নিয়ামত রহমত থেকে সরাসরি বঞ্চিত।পৃথিবীতে করোনার এমন ভয়াবহ অবস্থায় যেখানে সারা দুনিয়া প্রায়শয় লণ্ডভণ্ড হওয়ার অবস্থা এমনকি চারদিকে সুনশান নিরবতা বিরাজ করছে যেখানে পৃথিবীর সব চেয়ে বাঘা বাঘা রাষ্ট্রসমূহ ক্রমশ শক্তিহীন হয়ে পড়েছে এমনকি সারাজাহানের মানব সমাজ আজ তার সৃষ্টিকর্তার বিশেষ রহমতের আশায় মসজিদ মন্দিরে মঞ্জিলে এমনকি নিজ নিজ ধর্মের সর্বোচ্চ তীর্থস্থানে সবিনয়ে দু-হাত তুলে প্রভুর দয়া কামনা করে যেনো তার বিশেষ কৃপায় আবারো স্বাভাবিক ভাবে পৃথিবীতে শান্তির মশাল জ্বলে আসুক যেনো পৃথিবী আবারো তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক।
পৃথিবীর এমন অস্বস্তিকর সময়ে মহান রাব্বুল আলামিন এর নির্দেশনা মত আমাদের জন্য হাজির হলো পবিত্র ঈদুল আজহা যেটাতে রয়েছে গোটা মুসলিম মিল্লাতের এক তাৎপর্যপূর্ণ ফজিলত যেটার মাধ্যমে মহান রাব্বুল আলামিন এর একেবারে সান্নিধ্যে যাওয়ার এক মহান সুযোগ রয়েছে। এখানে তিনি মানুষের মনের অভ্যন্তরীণ বিষয় কে সব চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি মানুষের উপরের কোনো দিক দেখেন না শুধু মাত্র অন্তরের নিয়ত কে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন।তাই আসুন রিয়া মুক্ত করে লৌকিকতা পরিহার করে একমাত্র মহান আল্লাহর জন্য মহান প্রভুর দয়ার জন্য এক মাত্র তার জন্যই কুরবানি করি
কুরবানি দেওয়ার পাশাপাশি মহান রাব্বুল আলামিন সেখানে সমাজের এবং প্রতিবেশীর আত্নীয়-স্বজনের হক্ব সঠিক ভাবে আদায় করার কঠোর নির্দেশনা দিয়েছেন, যদি আপনি কুরবানি করে আপনার প্রতিবেশীদের খবর না নেন তাদের প্রাপ্য বুঝিয়ে না দেন তাহলে আপনার কুরবানি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা নিশ্চিত।আজ এমন একটি সময়ে কুরবানি দেওয়ার সময় হাজির হলো যেসময় মানুষ দিকবিদিক হারিয়ে শুন্যতায় ঘুরছে শুধু মাত্র বেঁচে থাকার এক টুকরো আশার প্রদীপ খুঁজে চলছে বলাবাহুল্য অধিকাংশ মানুষ নিঃস্ব অসহায় হয়ে পড়েছে তাই যাদের সামর্থ্য আছে তারা মহান আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি দিবে এবং তাৎক্ষণিক তার প্রতিবেশীদের হক্ব মহান আল্লাহর নির্দেশ মত আদায় করবে।

ছাত্র

রাষ্ট্রবিজ্ঞান  বিভাগ কক্সবাজার সরকারি কলেজ।

63 Views

আরও পড়ুন

জৈন্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৮.৮৮% জিপিএ-৫ পেয়েছে।৩৪ জন।

১০ বছর যাবৎ ম্যানেজ করেই চলছে মইজ্জ্যারটেকের হাক্কানী খাদ্য কারখানা!

বাগেরহাট জেলার শরণখোলাতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত।

আগামীর লোহাগাড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা বিষয়ে মতবিনিময় ও সাংবাদিকদের মিলনমেলা লোহাগাড়ায়

মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেলো আফিফ আল হোসাইন।

হাঁস প্রতিকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী আলেয়া ফেরদৌস

সাংবাদিক নির্যাতন ও কর্তব্য কাজে বাধা,নিন্দা জানিয়েছে বিএইচআরএফ

এসএসসি ও সমমান পরীক্ষার চলতি বছরের ফল প্রকাশ আজ

নওগাঁর পত্নীতলায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান।

নাগরপুরে মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

দীর্ঘ ১৫ বছর পর বুটেক্সে ওসমানী হলে আসলো পরিবর্তন

সংবাদ সম্মেলনে এসে তোপের মুখে আরডিএ চেয়ারম্যান।