ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

৮ দলীয় সমাবেশে হুঁশিয়ারি: ‘ফ্যাসিবাদের ছায়া থাকলে রুখে দেওয়া হবে’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন
চট্টগ্রামের লালদিঘিতে ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। ফ্যাসিবাদ কালো বা লাল—কোনো ফ্যাসিবাদকেই বাংলার জমিনে আর বরদাশত করা হবে না।”
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,
“কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় কথা বলেন বা আচরণ করেন—এই দেশের তরুণ, ছাত্র-জনতা ও মেহনতি মানুষ তাদের রুখে দাঁড়াবে। অতীতে আমরা রুখে দিয়েছি, ভবিষ্যতেও রুখে দেব ইনশাআল্লাহ।”
‘৮ দলের বিজয় নয়—১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই’
ডা. শফিকুর রহমান বলেন,
“আমরা কোনো রাজনৈতিক দলের বিজয় চাই না—৮ দলেরও বিজয় চাই না; চাই ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয়। সেই আকাঙ্ক্ষার বিজয় প্রতিষ্ঠিত হবে কোরআনের আইন ও ন্যায়বিচারের ভিত্তিতে। এর বাইরে এই দেশকে এগিয়ে নেওয়া কখনোই সম্ভব নয়—এটা ইতিহাস প্রমাণ করেছে।”
‘২০০৯ থেকে ২০২৪: মানুষ নিরাপত্তাহীনতায় ছিল’
তিনি অভিযোগ করে বলেন,
“২০০৯ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি। বিচার, নিরাপত্তা, অধিকার—কিছুই ছিল না। দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছিল। দুর্নীতিতে দেশ ভেসে গিয়েছিল। এক-দুই নয়, ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।”
তিনি ব্যঙ্গ করে বলেন,
“রডের বদলে বাঁশ দিয়ে ভবন বানানো হয়েছে। সেই সময় উন্নয়নের কাহিনি শুনানো হতো। বলা হতো—বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। হ্যাঁ—বাংলাদেশ কানাডা হয়েছে, তবে তাদের জন্যই হয়েছে।”
হেফাজত ও আলেমদের ওপর নির্যাতনের অভিযোগ
জামায়াত আমির বলেন,
“এই ফ্যাসিবাদ শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করেনি। আলেম-ওলামা, হেফাজত নেতাদের ওপরও নির্মম আঘাত হয়েছে। যেসব বেয়াদব আল্লাহ ও রাসুল (সা.)-এর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিল—তাদের জবাব দিতে যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিলেন, তাদের হত্যা করা হয়।”
তিনি বলেন,
“৫ মে’র হত্যাকাণ্ডের পর তৎকালীন প্রধানমন্ত্রী উপহাস করে বলেছিলেন—কেউ মারা যায়নি। লাল রঙের তরল নাকি মোল্লারা ছিটিয়ে রেখেছিল! এটি ছিল তাদের চরিত্র—রক্তের ওপর উপহাস।”
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অনুপ্রবেশ ও ধ্বংসের অভিযোগ
তিনি অভিযোগ করেন,
“এরা রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছে, রক্তাক্ত হাতে বিদায় নিয়েছে। সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তাকে পিলখানায় হত্যা করা হয়েছে। জুলাই-আগস্টে ছেলেদের হত্যা করা হয়েছে। তারপর বলা হয়েছে—অমুকের মেয়ে নাকি দেশ ছাড়েনি!”
তিনি আরও বলেন,
“পুলিশ, সেনাবাহিনী, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন—রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকেই সুস্থভাবে দাঁড়াতে দেওয়া হয়নি। সবই নিয়ন্ত্রণে নিয়ে ধ্বংস করা হয়েছে।”
সমাবেশের পরিবেশ
দুপুর ১টা নাগাদ লালদিঘি মাঠ লোকজনে পূর্ণ হয়ে যায়। বেলা ১২টা থেকেই চারদিক থেকে মানুষ সমাবেশস্থলে জড়ো হতে থাকে। জুমার নামাজও মাঠেই আদায় করেন উপস্থিত মুসল্লিরা।
৫ দফা দাবি ঘোষণা
৮ দলীয় জোটের পাঁচ দফা দাবিগুলো হলো—
১. জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের অংশ হিসেবে নির্বাচনের আগে গণভোট
২. জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু
৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা
৪. পূর্ববর্তী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
৫. স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

আরও পড়ুন

দোয়ারাবাজারে লিভার সিরোসিসে আক্রান্ত আব্দুন নূর — অসহায় পরিবারের বাঁচার আকুতি

কুড়িয়ে আনা বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে ইতিহাস গড়লো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ছাতকের দোলার বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে জনসংযোগ ও শীতবস্ত্র বিতরণ

চকরিয়ার নতুন ইউএনও শাহীন দেলোয়ারের যোগদান

পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলন- নাহিদ ইসলাম

রাজাকারের জন্য আওয়ামী লীগই ভাল ছিল

ট্রাইব্যুনালে নিঃশর্ত লিখিত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

স্থগিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ট্রাইব্যুনালের কাছে হাসিনার আইনজীবী নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল