নুরুল ইসলাম কক্সবাজার
কক্সবাজারের চাঞ্চল্যকর টমটম চালক সোহেল হত্যা মামলার মূলহোতা মনসুর আলম ওরফে ধলাইয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৫ কক্সবাজার। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ভোরে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গত ২ আগস্ট সকালে টমটম নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সোহেল। পরদিন (৩ আগস্ট) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আব্দুর রহমানের বাড়ির পাশের একটি নালায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার রামু থানায় হত্যা মামলা (নং-১৫, তারিখ ০৪ আগস্ট ২০২৫) দায়ের করে। মামলাটি দায়ের হয় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায়।
প্রাথমিক তদন্তে জানা যায়, মামলার ১, ২ ও ৩নং আসামি পূর্ব পরিকল্পিতভাবে সোহেলের টমটম ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করে।
গ্রেফতার মনসুর আলম (ধলাইয়া), পিতা শাহ আলম, গ্রাম উল্টাখালী ৯নং ওয়ার্ড, ইউনিয়ন ভারুয়াখালী, কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনসুর হত্যার দায় স্বীকার করেছে। সে জানায়, টাকার লোভে সহযোগীদের সঙ্গে পরিকল্পনা করে টমটম ছিনিয়ে নিতে সোহেলকে নির্জন স্থানে নেয়া হয়। এ সময় ভিকটিম প্রতিরোধ করে ও আসামিদের চিনে ফেলে। ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে এলোপাতাড়ি মারধর, ছুরিকাঘাত এবং গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ নালায় ফেলে দেওয়া হয় এবং টমটম নিয়ে পালিয়ে যায় তারা।
গ্রেফতারকৃত মনসুরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।