নুরুল ইসলাম কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার ৪নং খুরুশকুল ইউনিয়নে ইউনিয়ন পরিষদ সচিব হুমায়ুন কবিরের নিরলস ও নিরবিচ্ছিন্ন সেবায় সন্তুষ্ট স্থানীয় বাসিন্দারা।
ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানায়, সচিব হুমায়ুন কবির প্রতিদিন নিয়মিতভাবে অফিসে উপস্থিত থেকে জনগণের প্রয়োজনীয় কাজ দ্রুত ও সহজভাবে সম্পন্ন করে দেন। জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, বিবিধ প্রত্যয়নপত্র কিংবা সাধারণ পরামর্শ— সব ক্ষেত্রেই তিনি আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করছেন।
স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে ইউপি অফিসে সেবা নিতে ভোগান্তি পোহাতে হয়েছে। তবে হুমায়ুন কবির দায়িত্ব নেয়ার পর থেকে পরিস্থিতি বদলেছে। এখন সেবা পেতে অতিরিক্ত ঘুষ বা দালালচক্রের হয়রানি নেই বললেই চলে।
এ বিষয়ে সচিব হুমায়ুন কবির জানান, “জনগণ আমার কাছে আসবে—এটাই স্বাভাবিক। তাদের কাজকে নিজের দায়িত্ব হিসেবেই দেখি। সেবা দিতে পারলেই আমার দায়িত্ব সার্থক হয়।”
খুরুশকুল ইউনিয়নের সাধারণ মানুষ মনে করছে, সেবা প্রদানের এ ধারা অব্যাহত থাকলে ইউনিয়ন পরিষদে মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।