আমজাদ হোসেন,স্টাফ রিপোর্টার :
শিবির বানিয়ে হত্যার প্রতিবাদে এবং প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে বসেছে সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম বাবু।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। সাবেক ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম বাবুর বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অন্তর্গত বড়হর ইউনিয়নে। গতকাল ৪ নভেম্বর থেকে অনশন শুরু করেন তিনি।
অনশনরত বাবু বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। আমি বড়হর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। ২০১৩ সালে ছাত্রলীগ করার কারণে আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। কিন্তু আমার জীবন আজ বিপন্ন; প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করার প্রতিবাদ করায় জহুরুল হাসান নান্নু চেয়ারম্যান এবং তার পেটুয়া বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্যে জামায়াত শিবিরের মামলা দেওয়া হয়। তারা আমাকে হত্যার জন্য মরিয়া হয়ে আছে, যার কারণে আমি আজ জীবন বাঁচানোর জন্য আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামীলীগের নীতিনির্ধারক এর কাছে প্রশ্ন তাহলে কি এই জন্যই আমি ছাত্রত্ব হারিয়েছি? মামলা-হামলার স্বীকার হয়েছি? আমি ইতিমধ্যে এর প্রতিকার এবং প্রধানমন্ত্রীর সাক্ষাত চেয়ে আওয়ামীলীগ সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একখানা চিঠি প্রেরণ করেছি। আমি প্রধানমন্ত্রীর সাহায্য এবং সাক্ষাৎ চাই। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ না পাব আমি আমরণ অনশন করে যাব।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০