
চবি প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের প্রথম জানাজা আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়াহ আখতার, উপ-উপাচার্য ড. কামাল উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মরহুমের দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি হাটহাজারীতে অনুষ্ঠিত হবার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এরআগে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।
এর আগে, গত ৬ ডিসেম্বর রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন চৌধুরী (৪২)। এসময় গুরুতর আহত হন তার সাথে থাকা চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ।
পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি তিন দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিন্তু, তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় মারা যান চবি ছাত্রদলের এই নেতা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০